শুক্রবার, ১০ মে ২০২৪, ০৭:২৮ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে জাল রুপি ও নোট তৈরির সরঞ্জাম সহ জব্দ, আটক ১

  • আপডেট সময় শুক্রবার, ১৯ মে, ২০২৩, ৭.৩৬ পিএম
  • ৫০ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে সাত লাখ ৯ হাজার ৫০০ রুপির ভারতীয় জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জাম জব্দের দাবি করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় একজনকে আটক করা হয়।

বৃহস্পতিবার বিকালে জেলা শহরের নেয়ামত নগর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক বশির উদ্দিন (৪৯) জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর পারদিলালপুর এলাকার আজাহার আলীর ছেলে।

বৃহস্পতিবার রাতে র‍্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে জেলা শহরের নেয়ামত নগর এলাকায় রাস্তার ওপর থেকে সাত লাখ ৯ হাজার ৫০০ রুপির ভারতীয় জাল নোটসহ বশির উদ্দিনকে আটক করে।

এরপর একই এলাকায় তার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে বাংলাদেশি নগদ ১২ হাজার ৬০ টাকা, দুইটি মোবাইল ফোন, তিনটি সিমকার্ড ও জাল রুপি তৈরির কাজে ব্যবহৃত গাম (আঠা) জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বশির উদ্দিন ২০১৬ সাল থেকে জাল নোট ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে এ সংক্রান্ত তিনটি মামলা চলমান রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com