মোস্তাফিজুর রহমান,চট্টগ্রাম থেকেঃ চট্টগ্রামের পটিয়া উপজেলার মালিয়ারা ইউনিয়নের দক্ষিণ মালিয়ারার আলী আহমেদের বাড়ির আব্দুল হামিদের ঘরে দুর্বৃত্তরা হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর নগদ টাকা ও স্বর্ণালংকার সহ বাড়ির আসবাবপত্র লুটপাট করেন। গত ১২মে শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে এঘটনা ঘটে বলে জানা যায়।
ভাংচুর ও লুটপাটের বিষয়ে আব্দুল মালেকের পরিবার গতকাল সোমবার বিকেলে সংবাদমাধ্যমকে বলেন,গত ১২ মে শুক্রবার রাতের ১০ টার দিকে হঠাৎ করে একটি ডাকাতের দল দা,কিরিস,লোহার রড,হকিষ্টীক,লাটিসোটা ও দেশীও অস্ত্রশস্ত্র নিয়ে দুর্বৃত্তরা আমাদের ঘরে ঢুকে বাড়ির আসবাবপত্র,দরজা জানালা ভাংচুর করে এবং বাড়ির সদস্যদের মারধর শুরু করেন।এসময় আমরা সবাই মিলে চিৎকার করে ডাকলে তাৎক্ষণিক চিৎকার শুনে এলাকাবাসীরা এগিয়ে আসলে দুর্বৃত্তরা বাড়ির আলমারিতে নগদ টাকা স্বর্ণালংকার সহ বাড়ির মূল্যবান আসবাবপত্র নিয়ে পালিয়ে যায়।ডাকাতরা হলেন,মোঃ সাইফুল উদ্দিন,মোঃ মানিক প্রধান মনিক্কা,মাহমুদ হোসেন,মোঃ জসিম,মোঃ জুনায়েদ,মোঃ নাজিম সহ আরো ৪/৫জন রয়েছে।
আরো বলেন,এলাকাবাসীরা এসে আমাদের সবাইকে উদ্ধার করে পরে এলাকাবাসীদের সহযোগিতায় পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।এসময় আব্দুল মালেকের আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার আগে আব্দুল মালেকের মাথায় ও হাতে লৌহার রড দিয়ে আঘাত করলে মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়। বর্তমানে আব্দুল মালেক চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।বলে জানিয়েছেন এই পরিবারটি।
পটিয়ার বিষয়টি ওসিকে অবগত করলে
ওসি প্রীতম সরকার সাথে সাথে থানা থেকে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দেন পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখেন ঘরের দরজা জানালা ও গ্লাস ভাঙ্গা।পরে আব্দুল হামিদের কাছে পুরো ঘটনার বিবরন শুনে ঘটনা সত্যতা পেয়েছেন দুর্বৃত্তেরা বাড়ির মালিক আব্দুল মালেককে মাথায় আঘাত করে ওর ছোট ছেলে আব্দুল হামিদ এর শরীরে আঘাতের চিহ্ন পেয়েছেন।পরে বাড়ির মালিকের ছেলে বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেন আসামীদেরকে গ্রেফতার করার প্রচেষ্টা চলছে।
ভাংচুরের সংক্রান্ত বিষয়ে পটিয়া থানার ওসির মুঠোফোনে যোগাযোগ করলে তিনি সংবাদমাধ্যমকে বলেন,ভাংচুরের বিষয়ে নিয়ে আব্দুল মালেক এর পরিবার থানায় এসে কয়েকজনকে আসামী করে একটি মামলা দায়ের করেন,আমরা আসামীদেরকে ধরার জন্য আমাদের একটি টিম মাঠে কাজ করছে খুব তাড়াতাড়ি আসামীদেরকে ধরা চেষ্টা করছি জানান তিনি।
Leave a Reply