মো:মনসুর আলী,রুহিয়া(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে সদর উপজেলার রুহিয়া থানাধীন ২নং আখানগর ইউনিয়নে ৯ নং ওয়ার্ডে চতুরাখোর গ্রামের রান্না ঘরে আগুন লেগে ৩ পরিবারের ৮ টি ঘর সহ নগদ অর্থ ও যাবতীয় জিনিসপত্র পুড়ে ছাই। অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ বছরের শিশু মো:মোস্তিকিম নামে এক শিশু ঘটনাস্থলীর মৃত্যুবরণ করে
৩০ এপ্রিল রোববার বিকেল ৪টার দিকে সদর উপজেলার আখানগর ইউনিয়নের চতুরাখোর গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু মোস্তাকিম একটি ঘরে ঘুমিয়ে ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় শিশুটিকে বের করারও সময় পায়নি পরিবারের সদস্যরা। সে ঘরের ঘুমন্ত অবস্থায় মারা যায়। এ সময় ৮টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুন নিভলে ছাইয়ের স্তূপ থেকে শিশুটির ঝলসানো মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।
আখানগর উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী কল্যাণ তহবিল এর সকল সদস্য ও বিদ্যালয়ের শিক্ষকমন্ডলীর নিজস্ব অর্থায়নে
সকল কিছু হারানো নিঃস্ব এবং শোকাহত পরিবারটিকে নগদ ৫৭০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,
আখানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আখানগর উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী কল্যাণ তহবিল এর সভাপতি জনাব তপন কৃষ্ণ বর্মা স্যার।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষার্থী কল্যাণ তহবিল এর উপদেষ্টা জনাব তাইজুল ইসলাম স্যার।
এছাড়াও উক্ত কল্যাণ তহবিল এর সহ সভাপতি , বিদ্যালয়ের অতিথি শিক্ষক জনাব রঘুনাথ রায় ,
আখানগর উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী কল্যাণ তহবিল এর উদ্যোক্তা (ব্যাচ-২৫) গণ ও অন্যান্য সদস্যবৃন্দ।
পরিবারটির প্রতি সকলের সহায়তা কামনা করছি।
Leave a Reply