হায়দার হাওলাদার
বরগুনা তালতলী প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলা টিভির সাংবাদিক সোহেল কিরণের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন বরগুনার তালতলী উপজেলার স্থানীয় সংবাদকর্মী ও নিরাপদ সড়ক চাই তালতলী উপজেলা ।এ সময় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানান।
শনিবার (৮এপ্রিল) বিকাল ৪টায় তালতলী প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলা টিভি তালতলী প্রতিনিধি ও সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো.হাইরাজ মাঝির সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন,তালতলী প্রেসক্লাবের সভাপতি মু.আ. মোতালেব,
এ সময় বক্তব্য রাখেন,সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম আকাশ,সাবেক সভাপতি হাফেজ গোলাম কিবরিয়া, প্রেসক্লাবের (সাবেক সভাপতি) নিরাপদ সড়ক চাই তালতলী উপজেলার আহ্বায়ক নজরুল ইসলাম লিটু,তালতলী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মাও.ইউসুফ আলী, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এইচ এম জলিল আহমেদ, সাংবাদিক ঐক্য জোটের সভাপতি আবুল হাসান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলির নির্দেশে তার সন্ত্রাসী বাহিনী দিনদিন বেপরোয়া হয়ে উঠেছে। হামলাকারী আফজালসহ সন্ত্রাসীরা ওই এলাকায় বিভিন্ন অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছে। তারা ওই এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক কারবারি ও জমি দখল থেকে শুরু করে নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। সে বিষয় সাংবাদিক সোহেল কিরণ কলি বাহিনীর সন্ত্রাসীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় তাকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। মামলার তিনদিন পার হলেও পুলিশ এখনো আসামিদের গ্রেফতার করতে পারেনি আগামী ২৪ ঘন্টার মধ্যে সকল হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। নয়তো সাংবাদিকরা কঠোর কর্মসূচি পালন করবে।
উল্লেখ্য মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে কাঞ্চন বাজার এলাকায় তারাবি নামাজের পর চা খাওয়ার সময় আফজালসহ কলি বাহিনীর সন্ত্রাসীরা সাংবাদিক সোহেল কিরণের ওপর অতর্কিত হামলা চালায়। তাকে কুপিয়ে আহত করা হয়। বর্তমানে সোহেল কিরণ ভুলতা আলরাফি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা গুরুতর। তিনি বাংলা টিভির রূপগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্বরত আছেন।
Leave a Reply