পার্বত্য জেলা বান্দরবানের রোয়াংছড়িতে বিবদমান দুটি গোষ্ঠীর মধ্যে গোলাগুলিতে আট জন মারা গেছে বলে জেলা পুলিশ নিশ্চিত করেছে।
পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম বলেছেন, দুপুরে আট জনের মৃতদেহ সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য আনা হয়েছে।
“দু’পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। স্থানীয়রা অনেকে কুকিচিন ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলির কথা বলছেন। কিন্তু আমরা সেটি ভেরিফাই করতে পারিনি। তবে গোলাগুলি হয়েছে এবং আট জন মারা গেছে,” বলছিলেন জনাব ইসলাম।
স্থানীয় সাংবাদিক সঞ্জয় কুমার বড়ুয়া থেকে জানা যায় রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান তাদেরকে জানিয়েছেন যে কুকিচিন ন্যাশনাল আর্মি ও ইউপিডিএফ ডেমোক্র্যাটের মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে।
ঘটনাস্থল থেকে দুটি বন্দুক উদ্ধার করেছে পুলিশ। জনাব মান্নান দাবি করেছেন, সবার মৃতদেহ এক জায়গাতেই পাওয়া গেছে এবং যারা মারা গেছে তারা ‘ইউপিডিএফ সন্ত্রাসীদের’ গুলিতে নিহত হয়েছে।
যদিও ইউপিডিএফ ডেমোক্র্যাট এ অভিযোগ প্রত্যাখ্যান করে তারা নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী বলে জানিয়েছে।
“আমরা এ সংঘর্ষে জড়িত ছিলাম না,” স্থানীয় সাংবাদিকদের এমন বার্তা দিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক উবা মং মারমা।
সঞ্জয় কুমার বড়ুয়া জানিয়েছেন, সংঘর্ষের ঘটনাটি ঘটেছে রুমা ও রোয়াংছড়ি সীমান্ত এলাকায় খামতাংপাড়ায়। এলাকাটি রোয়াংছড়ি উপজেলা সদর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে।
Leave a Reply