তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, ইন্টারনেট প্রোটোকল টেলিভিশনকে (আইপিটিভি) সংবাদ সম্প্রচার বন্ধ করার নির্দেশ দিয়েছে। সোমবার (৩ এপ্রিল) মন্ত্রণালয়ের টিভি বিভাগ-২ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ আদেশ দেয়।
এই নির্দেশনা অমান্যকারী আইপি টিভির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে এতে বলা হয়, জাতীয় অনলাইন মিডিয়া নীতিমালা-২০১৭ এর ৪ দশমিক ৩ অনুচ্ছেদ অনুযায়ী, আইপিটিভি কোনো ধরনের সংবাদ সম্প্রচার করতে পারবে না।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, “লক্ষ্য করা যাচ্ছে যে কিছু নিবন্ধিত বা অনিবন্ধিত আইপিটিভি সেই নীতি লঙ্ঘন করে সংবাদ সম্প্রচার করছে।তাই বিধি অনুযায়ী আইপি টিভি প্রতিষ্ঠানগুলোকে সংবাদ সম্প্রচার বন্ধ করার জন্য বলা হয়।
Leave a Reply