আল সামাদ রুবেলঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মদিনে (১৭ মার্চ) বিশ্বমঞ্চে নিজের দেশের প্রতিনিধিত্ব করেছেন তরুণ চলচ্চিত্র নির্মাতা জীবন শাহাদাৎ। গত বছরের মতো এবারও তার চলচ্চিত্র স্থান পায় নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। জীবন শাহাদাৎ জানান, ‘প্রিয় মানুষদের ভালোবাসা আর অনুপ্রেরণা আমার শক্তি। নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে বাংলাদেশের চলচ্চিত্র নেমপ্লেট। সাংবাদিক ভাই-বন্ধু, শুভানুধ্যায়ী, আমার চলচ্চিত্র পরিবার, নেপালের জনগণ, আয়োজক সংশ্লিষ্ট সবার কাছে কৃতজ্ঞতা জানাই।’ তিনি আরও বলেন, ‘নেপাল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আমার চলচ্চিত্র যাত্রার অভিজ্ঞতা খুবই মধুর। এবার যখন জানতে পারি, আমার শর্টফিল্ম ‘নেমপ্লেট’ প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে, তখন তাদের ১৭ মার্চ আমার দেশের জাতির পিতার জন্মদিনের মাহাত্ম্যের কথা জানাই। দিনটি আমাদের দেশের মানুষের জন্য কতখানি গুরুত্বপূর্ণ সে কথাও জানাই। সব শুনে তারা খুবই সম্মানের সঙ্গে আমার সিনেমাটি ১৭ মার্চেই প্রদর্শনীর ব্যবস্থা করেন। এটা আমার জন্য পরম পাওয়া। আমি জাতির জনকের জন্মদিনে দেশের সিনেমার প্রতিনিধিত্ব করতে পেরেছি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে, এটা সত্যিই অনবদ্য বিষয়। আমি আপ্লুত ও গর্বিত।’
এই উৎসবের ষষ্ঠ আয়োজনে বিশ্বের ৬০টির বেশি দেশের জমা পড়া আড়াই শতাধিক সিনেমা থেকে ৯৫টি সিনেমা বাছাই করা হয়েছে। চলচ্চিত্রে অভিনয় করেন মাহিরা হাসান, সাবেরি ইয়াসমিন, তাজুল ইসলাম, সাজু আহমেদ। কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী দময়ন্তী ভদ্র এর তোলা ফটোগ্রাফি থেকে অনুপ্রাণিত হয়ে, শাহারিয়ার চয়নের সিনেমাটোগ্রাফিতে এই চলচ্চিত্রে ভয়েস ওভার দিয়েছেন কলকাতার শিল্পী সংঘমিত্রা সাক্সেনা ও ব্যাবহৃত রবীন্দ্র সংগীতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের শিল্পী অরুণা সরকার। জীবন জানান, ‘নেপালে বাংলাদেশ হাইকমিশন অফিস থেকে যোগাযোগ করলো, বঙ্গবন্ধুর জন্মদিন ও স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রণ জানালো।’
Leave a Reply