আল-মনসুর,রুহিয়া(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার অন্তর্ভুক্ত মহাদেবপুর উচ্চ বিদ্যালয়ে প্রতি বছরের মত এবারও বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান (২০২৩)অনুষ্ঠিত হয়েছে।২০শে মার্চ সোমবার বিকাল ৩.৩০ মিনিটে পুরস্কার বিতরণীর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে বিদ্যালয়ের নব-নিমির্ত গেট ফলক উদ্বোধন করেন ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেনঃ ঠাকুরগাঁও জেলা পরিষদের সন্মানিত চেয়ারম্যান ও ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মুহাম্মদ সাদেক কুরাইশী। উন্নয়নের ধারাবাহিক মধ্য দিয়ে স্কুলের শহীদ মিনার প্রতিশ্রুতি দেন। খেলাধুলা,বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা,মাঠে মাটি ভরানো সহ স্কুলের সার্বিক অবস্থার অনেক কিছু পরিবর্তন হয়েছে। এ স্কুল টি অনেক ভালো অবস্থানে রয়েছে, রেজাল্ট ভালো,বিভিন্ন শিক্ষার্থী ভালো ভালো যায়গায় চান্স পেয়েছেএবং উন্নয়নের ক্ষেত্রে আমি সার্বিক সহযোগিতা করবো।এ স্কুল টি যেনো ঠাকুরগাঁও জেলার মধ্যে সুনামের সহিত গড়ে উঠতে পারে, ভালো অবস্থান তৈরী করতে পারে।
এই সময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সম্মানিত সভাপতি জনাব মোঃনজরুল ইসলাম স্বপন আওয়ামী লীগ ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ও ঠাকুরগাঁও জেলার পরিষদের সাবেক সদস্য
এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ফজলুল হক, চেয়ারম্যান ৭ নং চিলারং ইউনিয়ন পরিষদ।
জনাব মোঃ সুলতান আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ৭নং চিলারং ইউনিয়ন আওয়ামী লীগ।
আর উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর অভিভাবক মন্ডলী।
এ সময় খেলা ধুলায় অংশ গ্রহন কারী ১ম,২য় ও ৩য় স্থান পাওয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। নানা ধরনের খেলা দেখতে এবং খেলায় অংশ গ্রহন করতে শতভাগ শিক্ষার্থী উপস্থিত ছিলেন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন প্রধান শিক্ষক মো:মাসুদ রানা,মহাদেবপুর উচ্চ বিদ্যালয়।
Leave a Reply