সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:০৫ পূর্বাহ্ন

তালতলীতে মেয়ের ভিডিও ভাইরাল করায় মায়ের আত্মহত্যা থানায় মামলা ভিডিও ভাইরাল করা আসাদুল র‍্যাবের হাতে গ্রেপ্তার

  • আপডেট সময় রবিবার, ১২ মার্চ, ২০২৩, ১১.০১ পিএম
  • ১১৭ বার পড়া হয়েছে

মল্লিক মোঃ জামালঃ বরগুনার তালতলীতে মেয়ের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় অপমানে ঐ মেয়ের মা জোসনা বেগম (৩৫) আত্মহত্যার ৪দিন পর মামলায় অভিযুক্ত বখাটে আসাদুলকে রবিবার সকালে পটুয়াখালী জেলার মহিপুর থেকে গ্রেপ্তার করেছে পটুয়াখালী র‍্যাব-৮ ক্যাম্পের সদস্যরা। উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া গ্রামে এঘটনা ঘটে।

মেয়ের পারিবারিক সূত্রে জানা যায়, তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া এলাকার সোবাহান মোল্লার ৮ম শ্রেণির ১৩ বছর বয়সী স্কুল পড়ুয়া মেয়েকে একই এলাকার সুলতান হাওলাদারের বখাটে ছেলে আসাদুল (২৫) বিভিন্ন সময়ে উত্যক্ত করত। ঐ মেয়ের নিজের ফোন না থাকায় আসাদুল ওই মেয়ের মায়ের মোবাইল ফোনে মেয়ের সাথে কথা বলত। এক পর্যায়ে সে মেয়েকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নগ্ন অবস্থায় ভিডিও কলে কথা বলে। আসাদুল মেয়ের অজান্তে এ নগ্ন ভিডিও রেকর্ড করে রাখে। গত ৭মার্চ মেয়ের মা জোসনা বেগমকে ভিডিও দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করে আসাদুল। ওই টাকা এক দিনের মধ্যে না দিলে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি দেয়। একদিন অতিবাহিত হয়ে গেলে টাকা না পেয়ে নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় আসাদুল। বিষয়টি গত ৯ মার্চ বৃহস্পতিবার সকালে জানাজানি হলে মা জোসনা বেগম (৩৫) লজ্জায় আত্মহত্যার জন্য ব্যাটারির এসিড পানি পান করেন। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কতর্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। পরে বরিশালে ময়না তদন্ত শেষে লাশ দাফন করা হয়। এ বিষয়টি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃস্টি হয়েছে। এ বিষয়ে ৮ম শ্রেণির শিক্ষাথর্ী বলেন, আসাদুল আমাকে প্রতিনিয়ত উত্যক্ত করতো। এবং ফোনে কথা বলতে বাধ্য করে। নিরুপায় হয়ে এক সময় আমি তার সাথে কথা বলি। পরে আমাকে ব্লাকমেইল করে নগ্ন ভিডিও কলে কথা বলাতে বাধ্য করেন। এবং সেই ভিডিওটি রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল করার হুমকি দিয়ে আমার মায়ের নিকট ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে না পারায় ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয় আসাদুল। এ লজ্জায় আমার মা আত্মহত্যা করেন। আমি এর সুষ্ঠু বিচার চাই। বিচার না পেলে আমিও আত্মহত্যা করবো। মেয়ের বাবা সোবাহান মোল্লা বলেন, আমি ঢাকার ইপিজেডে চাকরি করি। স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে ঢাকা থেকে আসার পর বিষয়টি জানতে পেরেছি। তিনি আরো বলেন, এ বিষয়ে অভিযুক্ত আসাদুলকে আসামী করে রবিবার সকালে তালতলী থানায় মামলা করেছি।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, এ্যাসিড পানে মৃত্যুর ঘটনায় অভিযুক্ত আসাদুলকে আসামী করে তালতলী থানায় মামলা হয়েছে। মামলার পর রবিবার সকালে মেয়ের জবানবন্ধী গ্রহনের জন্য সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
পটুয়াখালীর র‍্যাব-৮এর কোম্পানী কমান্ডার এসপি তুহিন রেজা জানান, অভিযুক্ত আসাদুলকে রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী জেলার মহিপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com