রাজধানীর গেন্ডারিয়া এলাকা থেকে গাঁজা ও প্রাইভেটকারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ।
গ্রেফতারকৃতের নাম- শেখ মেহেদী হাসান। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ৪০ কেজি গাজা উদ্ধার ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
শুক্রবার (৩ মার্চ ২০২৩) রাত ৮:১০টায় গেন্ডারিয়া থানার ডিস্ট্রিলারী রোডস্থ আদর্শ লৌহ বিতান দোকানের সামনে রাস্তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোয়েন্দা-উত্তরা বিভাগের বিমানবন্দর জোনাল টিম।
গোয়েন্দা- উত্তরা বিভাগের বিমানবন্দর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল আলম মুজাহিদ জানান, কতিপয় মাদক কারবারি কুমিল্লা থেকে প্রাইভেটকারে করে গাঁজা নিয়ে বাবুবাজারের দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে ডিবি টিম গেন্ডারিয়া থানার ডিস্ট্রিলারী রোডস্থ আদর্শ লৌহ বিতান দোকানের সামনে রাস্তায় অবস্থান নেয়। রাত ৮:১০টায় প্রাইভেটকারটি গেন্ডারিয়া থানার ডিস্ট্রিলারী রোডস্থ আদর্শ লৌহ বিতান দোকানের সামনে রাস্তায় পৌঁছালে পুলিশ গাড়িটি থামায়। এরপর গাড়িটি তল্লাশি করে ৪০ কেজি গাঁজা উদ্ধার ও ড্রাইভার মেহেদীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গেন্ডারিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত মেহেদী দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকার মাদক ব্যাবসায়ীদের নিকট থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করতো।
গ্রেফতারকৃত মেহেদীকে গেন্ডারিয়া থানায় রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানান এই গোয়েন্দা কর্মকর্তা।
Leave a Reply