জাপানে ৬.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপানের উপকূলীয় শহর কুশিরো ও নেমুরোক। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ও জাপানের আবহাওয়া দফতর এ তথ্য জানিয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) আঘাত হানা এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পটি ওইদিন রাত ১০টা ২৭ মিনিটে আঘাত হানে। এর গভীরতা ছিল ৪৩ কিলোমিটার।
এদিকে, আজ রোববার পাপুয়া নিউগিনির নিউ ব্রিটেন অঞ্চলে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। এ ভূমিকম্পেও সর্বশেষ কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
Leave a Reply