আল-মনসুর,রুহিয়া(ঠাকুরগাঁও)প্রতিনিধি: বর্ণিল আয়োজন ও আনন্দঘন পরিবেশে ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ০৪ ফেব্রুয়ারী সারাদিন ব্যাপী পুরাতন ঠাকুরগাঁও আকচায় স্বপ্ন জগত পার্ক বিনোদন কেন্দ্রে রুহিয়া থানা প্রেসক্লাবের সাংবাদিক ও তাঁদের পরিবার-পরিজনদের নিয়ে জাঁকজমক পূর্ণভাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রথম অধিবেশনে সকালের নাস্তা দিয়ে শুরু করে পরে , প্রেসক্লাব সদস্যদের ঝুড়িতে বল নিক্ষেপ ও মহিলাদের বলটি ধরো প্রতিযোগিতাসহ নানা রকম খেলাধু্লা অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় অধিবেশনে রুহিয়া প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আমিনুল হক এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন এক সংক্ষিপ্ত আলোচনায় বলেন সংগঠনকে আরও বেশি শক্তিশালী করতে বিভিন্ন দিকনির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন।
শেষে লটারি ও বিজয়ী প্রতিযোগীদের পুরস্কার বিতরণ করা হয়।
লটারী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্ন জগত পার্কের প্রতিষ্ঠাটা আকচা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সারোয়ার চৌধুরী সহ সকল সদস্য ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply