মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

সাফ নারী ফুটবল-বাংলাদেশের কাছে নেপাল ৩-১ গোলে ধরাশায়ী

  • আপডেট সময় শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩, ২.০৫ এএম
  • ১৪২ বার পড়া হয়েছে

 

আসাদুজ্জামান মাসুদঃ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যোগ্যতম দল হিসেবেই নেপালকে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে উড়িয়ে জয় দিয়ে সাফ শুরু করলো বাংলাদেশ।

গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা নেপালকে ৩-১ গোলে হারিয়েছে। বাংলাদেশের জয়ে গোল করেছেন শামসুন্নাহার জুনিয়র,আকলিমা খাতুন ও শাহেদা আক্তার রিপা।

গতকাল শুক্রবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল পায় বাংলাদেশ। রিপার বাড়ানো পাসে বাংলাদেশকে এগিয়ে দেন আকলিমা খাতুন। এরপর ম্যাচের ১৩ মিনিটে অধিনায়ক শামসুন্নাহার জুনিয়রের গোলে ব্যবধান দিগুণ করে বাংলাদেশ। দুই গোলে পিছিয়ে পড়ে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে নেপাল। নেপালের মানমায়া দামাই ২৪ মিনিটে কর্নার থেকে থেকে গোল করে ব্যবধান কমান।

প্রথমার্ধে শামসুন্নাহার আঘাত পাওয়ায় দ্বিতীয়ার্ধে তাকে ছাড়াই নামে বাংলাদেশ।শামসুন্নাহারের বদলে আইরিনকে নামান কোচ।
খেলার শুরু থেকেই বাংলাদেশ ব্যবধান বাড়ানোর চেষ্টা চালিয়েছে।
নেপালি রক্ষণভাগ বাংলাদেশের আক্রমণ গুলো ভালোভাবেই সামলেছে।

খেলার শেষ সময়ে এসে ব্যবধান বাড়িয়ে বাংলাদেশকে স্বস্তি দিয়েছে শাহেদা আক্তার। এতে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত হয় বাংলাদেশের। আগামী রোববার নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com