রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৫৮ পূর্বাহ্ন

জীবন নিয়ে উক্তি…

  • আপডেট সময় শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩, ১১.০৮ পিএম
  • ১১১ বার পড়া হয়েছে

১/ প্রতিটা দুর্বল মানুষ পরের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকে। প্রতিটা সবল মানুষ সে তাকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকে-স্বপন

২/ জীবনের পরাজয় তখন মেনে নিও,যখন তোমার দেহ হতে তোমার নিঃশ্বাস চলে যায়, কারণ ভাগ্যের জয় পরাজয় নিঃশ্বাস শেষ হওয়ার আগ পর্যন্ত থেকে যায়।-স্বপন

৩/ পৃথিবীতে তুমি যতটুকু সৎ কর্ম করবে,ঠিক ততো টুকুই তুমি সৎ কর্মের ভাগপাবে,
তুমি যাদের জন্য উপার্জন করে যাচ্ছো তারাই একদিন তোমাকে অসৎ বলবে।-স্বপন

৪/ মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ যখন বিয়ে করে ফেলে আর সন্তান যখন জন্ম নিয়ে ফেলে,তখন তাদের সখ এবং সুখ দুটি বিসর্জন হয়ে যায় নিজেদের জীবন থেকে,এটাই মানুষের জীবনের বাস্তবতা।-স্বপন

৫/ প্রতিটা ঋণগ্রস্ত মানুষই ঋণ প্রদানকারী মানুষকে দয়ালুভাবে,যখন সে ঋণ সময় মতে পরিশোধ করতে পারেনা তখন ঋণ প্রদানকারীর আসল চেহারা দেখতে পায়,যেটা ঋণগ্রস্ত মানুষ বিশ্বাস করতে পারে না সে এমন।- স্বপন

৬/ আগুন দেখতে সুন্দর কিন্তু ধরা যায় না, কারণ তার বৈশিষ্ট্য সে সবাইকে জ্বালিয়ে দেয়, গোলাপ দেখতে সুন্দর ধরাও যায়,তবে তার বৈশিষ্ট্য সে কাঁটা দেয়।- স্বপন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com