বরগুনা তালতলী প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে নিলাম কিংবা বন বিভাগের অনুমতি ব্যতীত সরকারি গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে রফিক হাওলাদারের বিরুদ্ধে। রফিক হাওলাদার (৪৮) উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পশ্চিম ঝাড়াখালী এলাকার আ.বারেক হাওলাদারের ছেলে।
জানা গেছে, পশ্চিম ঝাড়াখালী (শানুরবাজারের দক্ষিণ সড়ক) সড়কের দুই পারে অবস্থিত বাবলা ও শিশু মনি গাছ কামাল আকনের কাছে বিক্রি করেন এবং বিনা নিলামে ৮-১০ পিচ গাছ কেটে বেশ কয়েকটি টুকরো করে রফিক হাং। খবর পেয়ে স্থানীয় বন বিভাগের লোকেরা উপস্থিত হয়ে গাছ কাটায় বাধা দেয়।
রফিক হাওলাদার বলেন, আমার চাষাবাদীয় জমির ফসল নষ্ট হওয়াতে গাছ কেটেছি। বন বিভাগের অনুমতি ছাড়া গাছ কাটার বিষয়ে তিনি বলেন, এ গাছ আমার লাগানো এবং কড়ইবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ইব্রাহিম শিকদার পনু ও জেলা পরিষদের সদস্য আমাকে গাছ কাটা প্রসংঙ্গে প্রত্যায়ন দিয়েছে।
৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) বাচ্চু মিয়া বলেন, রফিক হাওলাদার সরকারি গাছ কেটেছে। এভাবে মাঝে মাঝে অনেকেই গাছ কাটে। এগুলো নির্মূল করতে হলে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে।
তালতলী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান মিয়াকে একাধিকবার কল করে কিংবা ক্ষুদে বার্তা পাঠিয়েও তার সারা মেলেনি। অন্যদিকে বন বিভাগের অন্য একটি সুত্র নিশ্চিত করেছে ওই গাছ বন বিভাগের লাগানো। তবে রফিক নিজেকে গাছের মালিক দাবি করায় স্থানীয় ইউনিয়ন পরিষদ এবং বন বিভাগ মিলে এটির তদন্তের দায়িত্ব নিয়েছে।
বিভাগীয় বন কর্মকর্তা পটুয়াখালী (আঞ্চলিক বন বিভাগ) আব্দুল্লাহ আল মামুন বলেন, সরকারি গাছ নিলাম ব্যতীত কেউ কেটে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ব্যবস্থা না নেয়ার কোনো সুযোগ নাই।
Leave a Reply