শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরে ইসলামী ছাত্র আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মাসুদ সাঈদীর ফেইসবুক স্টাটাস ভাইরাল “লিখছি মনের তাগিদে, বিবেকের তাড়নায়” বাড়ির কেয়ারটেকারকে নৃশংসভাবে হত্যা করলো দুর্বৃত্তরা পিরোজপুরে নারী প্রশিক্ষণার্থীদের মাঝে বিনামূল্য হার পাওয়ারের ৮০টি ল্যাপটপ বিতরণ  পিরোজপুরে সেনাবাহিনীর কম্বল বিতরন নওগাঁয় ভোগান্তি ছাড়া কাজ সেবা দিয়ে সুনাম কুড়াচ্ছেন ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ডেলিভারি সম্পর্কে ধারনা পাল্টে দিল আদ্-দ্বীন ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ যাত্রী নিহত কাউখালীতে ই.এইচ খান প্যারামেডিকেল এন্ড নার্সিং ইনষ্টিটিউটে নবীন বরণ অনুষ্ঠিত নওগাঁয় বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশন ত্রি-বার্ষিক সাধারণ সভা

বিশ্ব ইজতেমা সফলভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩, ৯.১৮ পিএম
  • ৭৬ বার পড়া হয়েছে

Independentবিশ্ব ইজতেমা সফলভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার সন্ধ্যায় গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দানে ইজতেমার প্রস্তুতি পর্যালোচনা সংক্রান্ত ফলো আপ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, বিদ্যমান দুই গ্রুপ আলাদাভাবে ইজতেমা করছেন, আশা করি কোন সমস্যা হবে না। বিদেশি মেহমানদের জন্য বিগত বছরের তুলনায় এবার আরও সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে।

মন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী সবসময় বিশ্ব ইজতেমার প্রতি খেয়াল রাখছেন। আরও কী সহযোগিতা করা যায় তারও খোঁজ খবর নিচ্ছেন তিনি।

মুসল্লিদের নিরাপত্তায় পুলিশের সাইবার ইউনিট, র‍্যাব, সেনাবাহিনী মোতায়েন থাকবে। এছাড়া প্রয়োজনে বিজিবি সদস্যদের প্রস্তুত রাখা হবে বলও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সভায় জেলা প্রশাসক আনিসুর রহমান প্রশাসনের গৃহিত ব্যবস্থা বাস্তবায়ন নিয়ে উপস্থাপনা পেশ করেন।

এতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, মহানগর পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম সহ বিভিন্ন দপ্তর, সংস্থা ও অধিদফতরের প্রতিনিধিগণ ইজতেমার আয়োজক শীর্ষ মুরুব্বিরা অংশ নেন।

আগামী ১৩ তারিখে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। এতে মাওলানা যোবায়ের পন্থি মুসল্লিরা অংশ নেবেন। এর চারদিন বিরতির পর ২০ জানুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব যা চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। এতে সাদপন্থী মুসল্লিরা অংশ নিবেন।

অন্যান্য বছরের মতো সুষ্ঠু ও সুন্দরভাবে ইজতেমা করার জন্য প্রয়োজনীয় টয়লেট, পানি সরবরাহ এবং ওযু গোসলের নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ৩১টি টয়লেট ভবনের মাধ্যমে পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। পানি সরবরাহ নিশ্চিত করতে পুরাতন ১৪টি ও নতুন ২টি গভীর নলকূপ থেকে পানি সরবরাহ করা হবে।

প্রতি বছরের মতো ইজতেমার নিরাপত্তায় আশেপাশে সিসি টিভি বসানোসহ ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে। এছাড়া নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠের ভেতর ও বাইরে কাজ করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com