রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৩৬ পূর্বাহ্ন

সরকারি কর্মকর্তাদের গৃহঋণ দেবে ব্র্যাক ব্যাংক

  • আপডেট সময় সোমবার, ২ জানুয়ারী, ২০২৩, ৬.০০ পিএম
  • ১৪৬ বার পড়া হয়েছে

সরকারি কর্মকর্তাদের গৃহঋণ সুবিধা প্রদানের জন্য অর্থ মন্ত্রণালয়ের অধীন অর্থ বিভাগের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক।
গত ২৯ ডিসেম্বর ২০২২ (বৃহস্পতিবার) অর্থ মন্ত্রণালয়ে প্রতিষ্ঠান দুটি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
এর ফলে স্থায়ী সরকারি কর্মকর্তারা ভবন নির্মাণ, প্রস্তুতকৃত ফ্ল্যাট বা বাড়ি কিনতে বা গ্রুপ কন্সট্রাকশনের জন্য গৃহঋণ নিতে সক্ষম হবেন। গৃহঋণের সীমা হবে ২০ লক্ষ টাকা থেকে ৭৫ লক্ষ টাকার মধ্যে।
অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিশ্বজিৎ ভট্টাচার্য খোকন এনডিসি এবং ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে
চুক্তিতে স্বাক্ষর করেন। অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দিল আফরোজা, উপসচিব নাজনীন সুলতানা ও সিনিয়র সহকারী সচিব মোঃ শাহিন রেজা, এবং ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মোঃ মাহীয়ুল ইসলাম, হেড অব লেন্ডিং মনিরুল ইসলাম রনি, সিনিয়র জোনাল হেড তাহের হাসান আল মামুন, হেড অব ব্রাঞ্চ গভর্নেন্স অ্যান্ড রিজিওনাল হেড আলী তালুকদার এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com