দিলীপ কুমার দাসঃ শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন দুই বীর মুক্তিযোদ্ধার পাশে দাড়িয়েছেন উপজেলা আওয়ামী লীগ। হাসপাতালে ভর্তিকৃত মুক্তিযোদ্ধারা হলেন মো: ফজলুল করিম ও আব্দুল জব্বার। এই দুই বীর মুক্তিযোদ্ধাকে দেখতে যান নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ। তিনি তাদের শারীরিক অসুস্থতাসহ পরিবারের খোঁজ খবর নেন।
এ সময় তার সাথে ছিলেন নকলা উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: মোহাম্মদ গোলাম মোস্তফা, আবাশিক মেডিকেল কর্মকর্তা ডা: মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম সোহেল, মেডিকেল টেকনোলজিস্ট আবু কাওছার বিদ্যুৎ প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply