মাহমুদুর রহমান(তুরান), ভাঙ্গা,(ফরিদপুর)প্রতিনিধি ঃ ফরিদপুরের ভাঙ্গায় কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)এর উদ্যোগে অসহায় দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার উপজেলার পৌরসদরের সরোয়ারভিলায় অবস্থিত (কোডেক) ভাঙ্গা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজিমউদ্দিন রুবেল।
উপজেলা নির্বাহী অফিসার এসময় বলেন, দুস্থ শীতার্থদের দিকে বিত্তবানরা সাহায্যের হাত বারিয়ে দিন।আপনাদের একটু সাহায্য তাদের শীত নিবারন হবে।আসুন আমরা সবাই গরিবদের পাশে দাড়াই।
ভাঙ্গা উপজেলা শাখা ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোডেকের উপ-সহকারী পরিচালক মোঃ রাশেদুল রেজা সহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এসময় পর্যায়ক্রমে ভাঙ্গা জোনাল অফিস থেকে বিতরণের অংশ হিসেবে তারা প্রায় ৪৫০ জন শীতার্ত ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করবেন।
Leave a Reply