দিলীপ কুমার দাস,ময়মনসিংহঃ বিজয় দিবস পালনে ভোরে মুক্তিযুদ্ধ স্মৃতি সৌধে সংসদ সদস্য, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পার্ঘ্য নিবেদন করেন।
পরে শহীদদের কবর জিয়ারত, শেখ রাসেল মিনি স্টেডিয়ামে কুজকাওয়াজ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য ফখরুল ইমাম, উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, ইউএনও হাফিজা জেসমিন, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, ওসি মোস্তাছিনুর রজমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি আব্দুছ ছাত্তার, সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহাম্মদ, যুবলীগ সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভুঞা সুমন প্রমুখ।
Leave a Reply