আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: সারাদেশের ন্যায় দিনাজপুরের ফুলবাড়ীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২২ উদযাপন করা হয়েছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলে ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্ত্বর শহীদ মিনারে সকাল সাড়ে ৬ টায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়।
আনুষ্ঠানিকশুভ সূচনার পর শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন উপজেলা আওয়ামীলীগের পক্ষে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান বাবুল, উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম প্রমুখ।
এরপর একে একে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা মুক্তি যোদ্ধা সংসদ, পৌর মেয়র মোঃ মাহামুদ আলম লিটন, ফুলবাড়ী রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ হারুন-উর-রশীদ ও সাধারণ সম্পাদক আল হেলাল চৌধুরীর নেতৃত্বে সকল সদস্য, উপজেলা জাতীয় পার্টি, সরকারি কলেজ, সুজাপুর মডেল উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও পেশাজীবি সংগঠন।
সূর্যোদয়ের সাথে সাথে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের পর ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে উপজেলা প্রসাশন এর আয়োজনে কুচকাওয়াজ, শারীরিক কসরত, ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও কৃতি সাংবাদিকদের সংবর্ধনা দেওয়া হয়।
Leave a Reply