এইচ আরহিরুগাইবান্ধাঃ
গাইবান্ধার একটি শিক্ষানগরির নাম নলডাঙ্গা বিটিশ আমলে শিক্ষার শিকরগারা গাইবান্ধার এই নলডাঙ্গায়।তখনো জেলার উপজেলা বা থানা পর্যায়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেনি ।কিন্তু গাইবান্ধা এই নলডাঙ্গা পিছিয়ে থাকে নিগড়ে উঠেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল কলেজ।সুধু শিক্ষা ক্ষেতেই নয় আছে নানা ইতিহাস ঔতিহ্য।বিটিশ বিরোধি আন্দোলন সহ স্বাধিনতা সংগ্রামে নলডাঙ্গার রয়েছে বিরশহীদ দের রক্তে রচিত নানা বিরোত্তের ইতিহাস।অবকাঠামোর দিক থেকেও রয়েছে অনেক ক্ষেতি। আছে দেশ সেরা মৎস চাষের ইতিহাস।পশু পখির গবাদী পালন মত ক্ষেতি।আছে অনেক ইতিহাস।নলডাঙ্গাকে কেন্দ্র করে গড়ে উঠেছে সপ্তমূখি রাস্তা।যাসাদুল্লাপুর সুন্দরগঞ্জ মিঠাপুকুরের সঙ্গে সর্বদায় রক্ষা করে চলেছে যোগাযোগ।এতে করে গড়ে উঠা নলডাঙ্গা ব্যাবসাবা নিজ্যর প্রসার ঘটেছে।ব্যাবস্হা হয়েছে নানা মূখি কর্ম সংস্হানের।এই উন্নয়ের ধারক বাহক ও ইতিহাস ঔতিজ্য সহ স্বাধিনতার আলোকে গাইবান্ধার নলডাঙ্গার দশলিয়াগ্রামের বীর মুক্তিযোদ্ধা তফুর উদ্দিন ভুট্রুর সহ এলাকার জাজার ও মানুষের চাওয়া এবং প্রাণের দাবি নলডাঙ্গায় একটি উপ জেলা।এ লক্ষে হাজারও আবেদনের পাশাপাশি ভুট্রু ও করেছে একটি আবেদন।যা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এখন ফাইলবন্ধি স্হানীয় সরকার বিভাগে।
Leave a Reply