করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে সার্বিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে বিভিন্ন জন সমাগমস্থল । দেশটির বিভিন্ন হাসপাতালে সৈন্য মোতায়েন করা এবং বিদেশি নাগরিকদের সার্বিয়া সীমান্তে প্রবেশ বন্ধ করে দেয়া হয়েছে।
সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিস বলেন, ‘প্রায় ৭০ লাখ জনসংখ্যার বলকান এ রাষ্ট্রের ‘বয়স্ক নাগরিকদের প্রাণ বাঁচাতে’ নতুন নিষেধাজ্ঞা জারির প্রয়োজন ছিল। এ পর্যন্ত দেশটিতে ৫০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
তিনি বলেন, ‘কাল থেকে সার্বিয়ার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আমাদের জীবন বাঁচাতে এবং আমাদের বাবা-মাকে বাঁচাতে এমন পদক্ষেপ নেয়া হলো।’
তিনি বলেন, হাসপাতালের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সৈন্য মোতায়েন করা হচ্ছে।
Leave a Reply