নিজস্ব প্রতিবেদকঃ-গাজীপুর সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডে জলাবদ্ধতার চিত্র দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। সামান্য বৃষ্টিতেই এলাকার বিভিন্ন রাস্তা ও গলিপথ প্লাবিত হয়ে জনজীবন অচল হয়ে পড়ে। চলাচল বন্ধ হয়ে যায় স্কুল, কলেজের শিক্ষার্থী, কর্মজীবী মানুষ এবং সাধারণ মানুষের। ব্যবসায়িক কর্মকাণ্ড স্থবির হয়ে যায়। মশার উপদ্রব, ডেঙ্গু, জ্বর ও চর্মরোগের মত সমস্যায় দিন কাটাতে হচ্ছে এলাকাবাসীর।
জলাবদ্ধতার মূল কারণে খাল দখল, ড্রেনেজের ভাঙন এবং নিষ্কাশনের অনিয়ম।
স্থানীয় ভূমি অফিস ও দলিলঘেঁটে জানা যায়, গাজীপুর জেলার ১ নম্বর খতিয়ানের আরএস রেকর্ড অনুযায়ী ১২৫ নম্বর দাগটি একটি সহজভাবে উল্লেখযোগ্য সরকারি খাল হিসেবে নির্ধারিত। এর আশেপাশের অধিকাংশ দাগগুলোও সরকারি খাস জমি হিসেবে সংরক্ষিত। অথচ, পলাশ গৃহ নির্মাণ সমবায় সমিতি লিঃ, সোনালী ব্যাংক অফিসার সমবায় সঞ্চয় ও ঋণ সমিতি লিঃ, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক বহুমুখী সমবায় সমিতি লিঃ-এর নামে ১৯৯৩ সালে ৭৫.১২ একর জমি দলিল সম্পাদন করা হয়, যার মধ্যে ৬০.৩৯ একর জমি শেরেস্তা অফিসে খারিজ দেখানো হয়েছে। এই জমির মধ্যে বড় অংশ খাল ও জনসাধারণের রাস্তা হিসেবে পূর্বে ব্যবহৃত ছিল বলে উল্লেখ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, পূর্বে যে খাল দিয়ে এলাকার পানি সহজেই প্রবাহিত হতো, এখন সেখানে ঘর-বাড়ি ও মার্কেট নির্মাণ হয়েছে।
খাল ও সরকারি জমি দখলের কারণেই সারা বছর জলাবদ্ধতা লেগেই থাকে।
সামান্য বৃষ্টিতেই পানি জমে, অনেক স্থানে ৩-৪ দিনেও পানি নামতে চায় না।
স্থানীয় এক বাসিন্দা বলেন, প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন উঠেছে। বহুবার অভিযোগ করার পরেও প্রশাসনের পক্ষ থেকে খাল পুনরুদ্ধারের কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না। স্থানীয় জনপ্রতিনিধিরাও কোনো কার্যকর ব্যবস্থা নেননি বলে অভিযোগ এলাকাবাসীর।
স্থানীয়দের দাবি অবিলম্বে অবৈধ দখল উচ্ছেদ, খাল পুনরুদ্ধার ও আধুনিক ড্রেনেজ ব্যবস্থার দাবি জানিয়েছেন।
Leave a Reply