মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাত কলেজের স্নাতক চতুর্থ বর্ষের পরীক্ষা স্থগিত সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন নাটকে অভিনয় করছেন ডা. সাবরিনা কবি নজরুল শহিদ সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা ইসরাইলি হামলার সমুচিত জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ইরান : আলী লারিজানি সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের পাবনায় নেতাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত ডেমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন প্রকল্পের আওতায় স্পট লোন পেলেন সিলেটের সিএমএসএমই উদ্যোক্তারা

ফরিদপুর সিভিল সার্জন অফিস: জালালকে ম্যানেজ করা ছাড়া মেলেনা সেবা

  • আপডেট সময় সোমবার, ২১ নভেম্বর, ২০২২, ৫.৩৬ পিএম
  • ১৩৫ বার পড়া হয়েছে

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ ফরিদপুর সিভিল সার্জন অফিস যেন অনিয়মের আখড়া, এমনই অভিযোগ ভুক্তভোগীদের। ফরিদপুর সিভিল সার্জন অফিস থেকে বিনা টাকায় কাজ করানো কম সৌভাগ্যের বিষয় নয়। বিভিন্ন চাকুরীর নিয়োগে মেডিক্যাল টেস্ট রিপোর্ট, বিদেশে যাওয়ার জন্য মেডিক্যাল রিপোর্ট, চিকিৎসক, সেবিকাদের কাজে,জেলার বিভিন্ন বেসরকারি হাসপাতালের নতুন লাইসেন্স বা লাইসেন্স নবায়ন সহসব  ধরনের সেবা নিতে বিড়ম্বনার যেন শেষ নেই।

সাধারণ মানুষ কখনও সিভিল সার্জনের সাথে দেখা করার সুযোগ পায় না। অফিস সহকারীদের মাধ্যমেই সব কাজ করাতে হয়। সিভিল সার্জন অফিসের প্রধান অফিস সহকারি জালালের নেতৃত্বে এই সিন্ডিকেট চলে,লোক মুখে শুনা যায় এই সিন্ডিকেটের বড় একটা ভাগ সিভিল সার্জন  নিয়ে থাকে। এই সিন্ডিকেটের কোন ঝামেলা হলে সিভিল সার্জন ম্যানেজ করে থাকেন।

রাসেল নামে ভুক্তভোগী এক ব্যক্তি বলেন, আমার সরকারি চাকুরী হয়েছে। তাই আমি মেডিক্যাল সার্টিফিকেট আনতে সিভিল সার্জন অফিসে গিয়েছিলাম। আমার জানা ছিলো না যে, এখানে টাকা লাগে তাই আমি বেশি টাকা নিয়ে যাইনি।

কিন্তু সিভিল সার্জন অফিসেরর প্রধান সহকারী আমাকে বললো আমরা ৭/৮ জন আছি আমাদের মিষ্টি খাওয়ার জন্য কিছু দিয়ে যান। আমার কাছে বেশি টাকা ছিলো না কিন্তু তারা কোনভাবে ছাড়ছিলো না। অতঃপর আমি মানিব্যাগ বের করে তাদের দেখাই এবং আমি অনেক দূরে যাব তাই আমার গাড়ি ভাড়া ২’শ টাকা রেখে বাকিটা তাদের দিয়ে দেই। তিনি আরও বলেন, আমি তাদের বললাম, সিভিল সার্জনের সাথে আমি একটু দেখা করতে চাই কিন্তু তারা আমাকে বললেন, স্যার ব্যস্ত আছে, তাঁর সাথে দেখা করা যাবে না।

একজন মহিলা চিকিৎসক বলেন,আমি মাতৃত্বকালীন ছুটি চাইতে সিভিল সার্জন স্যারের কাছে গেলে সে বলে জালালের সাথে কথা বলেন,আমি জালাল সাহেবের সাথে কথা বলতে গেলে সে বলে ম্যাডাম স্যারকে একটু ম্যানেজ করতে হয় বুঝেন তো,আমি বললাম কি ধরনের ম্যানেজ সে বলল এতোদিন ছুটি কাটাবেন স্যারকে কিছু দিয়ে যান আমি স্যারকে বুঝাইয়া বলবনে,তারপর আমার কাছে দশ হাজার টাকা দাবি করেন,আমি টাকা টা দিলে দুইদিন পরই আমার ছুটি মঞ্জুর হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন বেসরকারি হাসপাতাল মালিক বলেন,সিভিল সার্জন ও অফিসের প্রধান অফিস সহকারি জালাল কে ম্যানেজ না করতে পারলে লাইসেন্স নবায়ন হয়না।তারা দুইজন ক্লিনিক ভিজিটে গেলে তালবাহানা করে, যখন ঘুষ পায় ঠিক তখনই ক্লিনিকের সমস্ত কাগজপত্র ওকে হয়ে যায়।

এরা  জোটবন্ধ হয়ে কাজ করে বিধায় আমরা কারও কাছে কিছু বললে কোন কাজ হয়না।এই সিন্ডিকেট থেকে কবে আমাদের মুক্তি হবে আল্লাহ যানে।আর আমরা জালালের নামে ডিজি স্যার বরাবর অনেকবার অভিযোগ দিলেও কোন কাজ হয়নি।কোন বেসরকারি ক্লিনিক তাদের দুইজনকে ম্যানেজ করে চলতে পারলে তারা শত খারাপ কাজ করলেও কিছু হয়না।

এই বিষয়ে সিভিল সার্জন অফিসের প্রধান সহকারি জালালের কাছে জানতে চাইলে সে বলেন আমি এসব বিষয়ে কিছু জানিনা,যা লেখার লেখেন গিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com