রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৫৪ পূর্বাহ্ন

মঞ্চ নাটকে ফিরলেন চঞ্চল চৌধুরী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ৬.৪৬ পিএম
  • ১১৫ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ মঞ্চ নাটকে এখন চঞ্চল চৌধুরীকে দেখা যায় কালেভদ্রে। অথচ অথচ মঞ্চেই শুরু তার জীবন। ২০১৬ সালের ফেব্রুয়ারি শেষ দিকে আরণ্যকের ‘চে’র সাইকেল নাটকে সর্বশেষ মঞ্চে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। এরপর প্রিয় নাট্যদলের হয়ে আর মঞ্চে উঠা হয়নি। এবার জানা গেল আরণ্যকের হয়ে চঞ্চল চৌধুরী ফিরছেন মঞ্চে। শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে গতকাল বৃহস্পতিবার আজ শুক্রবার ‘রাড়াঙ’ নাটকের ১৯৯ ও ২০০ তম প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। এই নাটক নিয়েই মঞ্চে হাজির হয়েছেন চঞ্চল।’আরণ্যক’ তাদের শিল্পযাত্রার ৫০ বছর পূর্ণ করেছে। এ উপলক্ষে দলটি বছরব্যাপি নানা আয়োজনের পরিকল্পনা করেছে। এ আয়োজনের অংশ হিসেবে থাকছে ‘রাঢ়াঙ’ নাটকের মঞ্চায়ন। জানা গেছে, ‘রাড়াঙ’ নাটকে বেশ বিরতির পর মঞ্চে হাজির হয়েছেন অভিনেতা শামীম জামান, আখম হাসান ও জয়রাজও।মঞ্চে অভিনয় প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, মামুন ভাইর মামুনুর রশীদ জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত এক উৎসবে আড়াই বছর আগে সর্বশেষ মঞ্চে অভিনয় করেছি। নানা কারণে আর অভিনয় করা হয়ে উঠেনি। দীর্ঘদিন পর মঞ্চে উঠবো ভেবে ভালই লাগছে। এ অভিনেতা আরও বলেন, ‘মঞ্চ আমার কাছে স্বপ্নের জায়গা। এখান থেকেই ক্যারিয়ার শুরু। টেলিভিশন ও চলচ্চিত্রে ব্যস্ত হওয়ায় মঞ্চে অভিনয় কমে গেছে। মঞ্চে উঠছি না, তার মানে এই নয় যে মঞ্চের সঙ্গে আমার দুরত্ব আছে। আমি ‘আরন্যক’ নাট্যদলের দলের সক্রিয় সদস্য। এখন অভিনয়টা শুধু করা হয়ে উঠে না। তবে দলের পাশে সবসময় থাকি। প্রতিদিনের আপডেট আমার কাছে আছে। কবে কোন প্রোডাকশন হচ্ছে, নতুন নাটকের মঞ্চায়ন-সব খবরই রাখছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com