দিলীপ কুমার দাস,ময়মনসিংহঃ ময়মনসিংহের আমলাপাড়ার এক নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ভবন মালিককে জরিমানা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৫ নভেম্বর ) দুপুরে মসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে গৃহীত নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করেন।
এ সময় তিনি ভবন মালিককে ১টি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা করেন। অভিযানকালে উপস্থিত ছিলেন মসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মুজমদার, স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবালসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য প্রমুখ।
Leave a Reply