শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে অবশেষে ইলিশ মাছ যাচ্ছে ভারতে কোটা সংস্কার আন্দোলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রাথমিক তালিকায় ১৪২৩ মৃত্যু প্রধান উপদেষ্টা ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন, ২৭ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ ফেসবুকে উস্কানি: তৃতীয় দফায় দুই পুলিশ সদস্য রিমান্ডে লক্ষ্মীপুরে টানা বৃষ্টিতে ফের বন্যার শঙ্কা! ময়মনসিংহ মহানগর এলডিপির আহবায়ক কমিটি গঠিত ফরিদপুরে বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত রাজধানীর কাওরান বাজার এলাকায় জুয়া খেলার অপরাধে ১৭ জনকে গ্রেফতার করেছে ডিএমপি সাত রাস্তা এলাকা থেকে চাঁদাবাজির অভিযোগে ৩ জন গ্রেফতার

কথিত সাংবাদিক মুজাহিদ অবৈধ কাজে ধরা পড়ে জেলহাজতে!

  • আপডেট সময় সোমবার, ১৪ নভেম্বর, ২০২২, ১২.৪৮ পিএম
  • ৯১ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে স্কুল শিক্ষিকার সাথে কথিত সাংবাদিক মুজাহিদুল ইসলাম নামের এক প্রতারকের অবৈধ কাজে লিপ্ত থাকা অবস্থায় হাতে নাতে ধরে পুলিশে দিয়েছে ওই শিক্ষিকার কনফেকশনারি ব্যবসায়ী স্বামী। শনিবার সন্ধার পরে সদর উপজেলার দালাল বাজার এলাকার বেড়ের ভিতর নামক ওই শিক্ষিকার বসত ঘরে এ ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্কুল শিক্ষিকার স্বামী এ প্রতিবেদকের কাছে কান্নাজড়িত কণ্ঠে বলেন- ‘নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে মুজাহিদ আমার স্ত্রী ২ সন্তানের জননী সুমনা আক্তারের (ছদ্ম নাম)সাথে পরিচিত হয়। সুমনা আক্তার স্থানীয় একটি হাই স্কুলে শিক্ষকতা করে। সে মটরসাইকেল নিয়ে প্রায় সময় বিভিন্ন অজু হাতে সুমনার সাথে কথা বলার চেষ্টা করে। এক পর্যায়ে মুজাহিদ রসুলগঞ্জ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ নামের একটি প্রতিষ্ঠান থেকে সহজ শর্তে ১লাখ টাকা ঋণ নিয়ে দিবে বলে জানায়। সে ওই প্রতিষ্ঠানে চাকরি করে বলেও আমাদের বলেছিলো।’

ওই শিক্ষিকার স্বামী আরও বলেন-সাংবাদিক পরিচয় দিলে আমি তাকে ‘কোন পত্রিকায় আছে’জানতে চাইলে সে কথার কোনো জবাব দেয় না। সে লক্ষ্মীপুর জেলা সাংবাদিক সংস্থার সদস্য বলেও পরিচয় দেয়।’

লম্পট মুজাহিদ আটকের পর দালাল বাজার পুলিশ ফাঁড়িতে দীর্ঘ সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে সুনির্দিষ্ট কোন পত্রিকায় কাজ করে এটা স্পষ্ট করে বলতে পারেনি। তবে পুরোনো মেয়াদোত্তীর্ণ অখ্যাত পত্রিকার কার্ড দেখায় ও অবৈধ কাজে লিপ্ত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করে।

মুজাহিদের বাড়ী ৪ নং চররুহিতা এলাকার নবীগঞ্জ বাজারের দক্ষিনে প্রাইমারী স্কুলের সামনে। ওই স্কুলের সামনে তার বাবার চায়ের দোকান আছে বলে পুলিশকে জানায় মুজাহিদ।

খবর নিয়ে জানা গেছে, রসুলগঞ্জ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ নামের ক্ষুদ্র ঋণ দেয়া প্রতিষ্ঠানে মুজাহিদ কিস্তি তোলা লাইনম্যানের কাজ করতো। প্রতিষ্ঠানের জিএম এড.মাহমুদুল হক সুজন জানিয়েছেন -‘মুজাহিদ প্রতিষ্ঠানে কাজ করার সময় প্রচুর অনিয়ম করে টাকা চুরি করেছে। চুরির টাকায় মোটরসাইকেল ও কেমেরা কিনে চরে চরে গিয়ে সাংবাদিক পরিচয় দেয়। এটা জানার পর হিসেবের সমূদয় টাকা আদায় করে তাকে চাকরিচ্যুত করা হয়েছে। চোর প্রতারক মুজাহিদের এখন আর কোনো খবর রাখি না।’

চররমনী মোহন ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ ছৈয়ালের ছেলে ইয়াকুব এ প্রতিবেদকের কাছে বলেন- মুজাহিদ মোটরসাইকেল ও কেমেরা নিয়ে এসে বোর্ড অফিসে বসে থাকতো টাকা দেয়ার জন্য। না দিলে বিভিন্নভাবে হুমকিধামকি দিতো। নিউজ করে দিবে। আমরা কখনো, সে কোন পত্রিকায় কাজ করে তার নাম কি, জানতে পারিনি।

করাতির হাটের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানিয়েছেন মুজাহিদের ভয়ে তারা সবসময় তটস্থ থাকতেন। সব সময় সে এলকায় এসে নানা কারনে অকারনে টাকা দাবী করে বসতো। না দিলে ‘এ করবে, সে করবে’ বলে হুমকি দিতো।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোসলেহ উদ্দিন বলেন -‘মুজাহিদ নামের এক ভূয়া সাংবাদিক অবৈধ কাজে হাতেনাতে ধরা পড়েছে। তাকে দালাল বাজার এলাকা থেকে আটক করে পুলিশ থানায় নিয়ে আসে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

উল্লেখ্য মুজাহিদ এর আগেও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করলে সদর থানায় অভিযোগ দায়ের করেন চররুহিতা এলাকার এক ভুক্তভোগী। পরে থানার অভ্যান্তরে আপোষ মীমাংসাকালীমনসময়ে কেমেরায় ভিডিও করলে তৎকালীন ওসি লোকমান হোসেন পাকড়াও করে। কেমেরার মেমোরি, লেন্স জব্দ করে। পরে সাংবাদিক পরিচয় দিবে না মর্মে মুচলেকা দিয়ে তার কলেজ পড়ুয়া স্ত্রী তাকে ছাড়িয়ে আনে।

অবৈধ কাজে হাতেনাতে ধরা পড়ে পুলিশ হেপাজতে থাকায় মুজাহিদদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com