শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

তালতলী এইচএসসি পরিক্ষার কেন্দ্রে ১৪৪ ধারা নামে মাত্র

  • আপডেট সময় শনিবার, ১২ নভেম্বর, ২০২২, ২.১২ এএম
  • ৯১ বার পড়া হয়েছে

মল্লিক মোঃ জামাল সিনিয়র স্টাফ রিপোর্টারঃ বরগুনার তালতলীতে এইচএসসি পরিক্ষা ২০২২ এ তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পরিক্ষা কেন্দ্রে নামে মাত্র ১৪৪ ধারা জারি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পরিক্ষার কেন্দ্রে শিক্ষক (গার্ড) কর্মচারী ও পরিক্ষা কমিটির হাতে মোবাইল ফোন ও ১৪৪ ধারার মধ্যে বহিরাগতদের হাতে মোবাইল ফোন নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ১৪৪ ধারার মধ্যে (লাল নিশানরে মধ্য) স্মার্ট ফোনে কথা বলতে দেখা যায় বেশ কয়েকজন কে। তালতলী সরকারি মডেল মধ্যমিক বিদ্যালয়ের পরিক্ষা কেন্দ্রের কোড নং ৫৪১।

গতকাল বৃহস্পতিবার (১০ নভেম্বর) ছাতনপাড়া সড়কে দাঁড়িয়ে দুপুর সাড়ে ১২ টার দিকে দেখা যায় ১৪৪ ধারার মধ্যে বহিরাগত ছেলে মেয়ে হাতে স্মার্ট ফোন নিয়ে অবস্থান করছে। এছাড়াও ওই আওতার মধ্যে অবস্থিত গোল ঘরের মধ্যে ব্যপক লোকের হাতে মোবাইল ফোন দেখা যায়। দুর থেকে মোবাইল ফোন নিয়ে ১৪৪ ধারার মধ্যে প্রবেশের বিষয়টি সাংবাদিকরা তাদের ক্যামরায় বন্দী করতে চাইলে অনেকেই এরিয়ে গিয়ে পালাতে (সরে যেতে) শুরু করে। তবে ১৪৪ ধারার মধ্যে প্রকাশ্যে মোবাইল ফোন চালানোর বিষয়টি সাংবাদিকদের নজরে আসলেও এখনো দায়িত্বশীলদের নজরে আসেনি। এমন কি কতৃপক্ষ কে জানিয়েও কোনো কাজে আসেনি।

কেন্দ্র সচিব ও তালতলী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিন্দ্রনাথ হাওলাদার কে এবিষয়ে প্রশ্ন করলে তিনি অনু্-প্রবেশকারী ও মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশের বিষয়টি এরিয়ে গিয়ে বলেন, আমার হলে কোনো অনিয়ম দুর্নীতি হয় নাই। আমার শিক্ষক-কর্মচারী ও কেন্দ্রে দায়িত্বরতরা আমার অফিসে মোবাইল ফোন রেখে দায়িত্ব পালন করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com