দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিনিধিঃ নেত্রকোনার কেন্দুয়ায় স্কুলছাত্র নয়ন হত্যা মামলার ২ আসামী ও ওয়ারেন্টভুক্ত ৪ জন সহ ৬ জনকে আটক করেছে কেন্দুয়া থানা পুলিশ। কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী হোসেন জানান, কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের পানগাও গ্রামের অটোচালক আঃ ওয়াদুদের ছেলে স্কুলছাত্র নয়ন (১২) এর নৃশংস হত্যা মামলায় এজাহার ভুক্ত ২নং ও ৩ নং দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
হত্যা মামলার আটককৃত আসামীরা হলেন আবু রায়হান (২২) পিতা আব্দুর রাজ্জাক ও আসাদুল হক (২৪) পিতা লিটন মিয়া। মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই মোহাম্মদ আলী জানান, হত্যা মামলার ২ আসামী আবু রায়হান ও আসাদুল হককে ৭ দিনের রিমান্ড চেয়ে বৃহস্পতিবার নেত্রকোনা আদালতে সোর্পদ করা হয়েছে।
এছাড়াও কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী হোসেনের (পিপিএম) এর নেতৃত্বে অভিযান চালিয়ে ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামীদের আটক করা হয়। ওয়ারেন্টভুক্ত আসামীরা হলেন উপজেলার কান্দিউড়া ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মৃত আবাস উদ্দিনের ছেলে মুসলেম উদ্দিন ও সাইদুল হক, বলাইশিমুল ইউনিয়নের বেজগাঁও গ্রামের জামাল উদ্দিনের ছেলে মাজহারুল ও রনিকে আটক করে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply