রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৪১ অপরাহ্ন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৫জনের মৃত্যু নতুন ভর্তি ৮২০ জন

  • আপডেট সময় মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২, ৭.৩৫ পিএম
  • ১০৭ বার পড়া হয়েছে

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মোট মৃত্যু হয়েছে ১৮২ জনের। এ সময়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৮২০ জন।

মঙ্গলবার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারী হাসপাতালে মোট তিন হাজার ২২৩ জন রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারী হাসপাতালে ভর্তির রোগীর সংখ্যা এক হাজার ৯৪৭ জন, আর ঢাকার বাইরের অন্যান্য বিভাগে এক হাজার ২৭৬ জন।

এতে আরও বলা হয়েছে, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ৪৪ হাজার ৮০২ জন। ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ২৯ হাজার ৬৯৮ জন এবং ঢাকার বাইরে ১৫ হাজার ১০৪ জন।

এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪১ হাজার ৩৯৭ জন ডেঙ্গু রোগী। ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ২৭ হাজার ৬৩৯ জন ও ঢাকার বাইরে ১৩ হাজার ৭৫৮ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com