রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৫৫ অপরাহ্ন

ময়মনসিংহ মেডিকেল কলেজে জাঁকজমক পূর্ণ হীরক জয়ন্তী উদযাপন।

  • আপডেট সময় বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২, ১.২৮ পিএম
  • ৯৪ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ জাঁকজমকপূর্ণ ও বর্ণিল নানা আয়োজনে ময়মনসিংহ মেডিকেল কলেজের হীরক জয়ন্তী উদযাপন করা হয়েছে। মেডিকেল কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হীরক জয়ন্তী উদযাপন করেছে ময়মনসিংহ মেডিকেল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) কলেজ ক্যাম্পাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি কৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজের অ্যালমানই এম-৩ ব্যাচ থেকে এম-৫৯ সহ ৫৬টি ব্যাচের নবীন প্রবীণদের মেলবন্ধনে এক বর্ণাঢ্য শোভাযাত্রার বের হয়ে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

এরপর অ্যালমানই এসোসিয়েশনের নতুন অফিস কক্ষ উদ্বোধন করা হয়। মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী হীরক জয়ন্ত্রীর আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ অ্যালমানই এসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন আহবায়ক অধ্যাপক ডাঃ মোঃ সানোয়ার হোসেন।

আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডাঃ এম, এ আজিজ বলেন, আজকে ময়মনসিংহ মেডিকেল কলেজে দেশের তারকা চিকিৎসকদের মিলনমেলায় পরিণত হয়েছে। নিপসম এর পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ খোরশিদ রিয়াজের সঞ্চালনায় হিরক জয়ন্ত্রী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন এমপি।

এ সময় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন-স্বাধীনতা চিকিৎসক পরিষদের যুগ্ম-মহাসচিব অধ্যাপক ডাঃ উত্তম কুমার বড়ুয়া, ময়মনসিংহ মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ আফতাব উদ্দিন আহমেদ, অধ্যাপক ডাঃ তাহমিনা বেগম রানু, ডাঃ বায়জিদ ইকবাল, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ মোঃ মজিবুর রহমান আঙুর, অধ্যাপক ডাঃ মোঃ মতিউর রহমান ভূইয়া, অধ্যাপক ডাঃ মোঃ আবু জাফর চৌধুরী বিরু, ডাঃ মোস্তফা কামাল, ডাঃ এইচ এ গোলন্দাজ তারা, অধ্যাপক ডাঃ মোঃ ব্রি.জে. (অবঃ) আব্দুল মজিদ ভূইয়া, অধ্যাপক ডাঃ মোহাম্মদ আলী সিদ্দিকী, অধ্যাপক ডাঃ মোঃ মামুন আল মাহতাব স্বপ্নীল, অধ্যাপক ডাঃ মোঃ মাহবুবুর রহমান বাবু, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ মোঃ গোলাম কিবরিয়া প্রমূখ।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ আবদুল হান্নান মিয়া। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকেলে কলেজ অডিটোরিয়ামে স্মৃতিচারণ মূলক আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com