সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:৩৯ পূর্বাহ্ন

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে ডেমরায় সমাবেশ ১২ সেপ্টেম্বর

  • আপডেট সময় শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২, ১২.৫১ এএম
  • ৮১ বার পড়া হয়েছে

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে আগামি ১২ সেপ্টেম্বর সোমবার বিকাল ৪টায় রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার মাঠে সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম স্থানীয় শাখা। সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনীপেশার লোকজনকে আমন্ত্রণ জানানো হবে।

এ অনুষ্ঠানে ডেমরা,যাত্রাবাড়ি,শ্যামপুর,কদমতলী,ওয়ারী শাখা বিএমএসএফের কমিটি ঘোষণা করা হবে। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রস্তুতি সভা মাতুয়াইলে জার্নালিস্ট শেল্টার হোমে অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, কেন্দ্রীয় নেতা সাদ্দাম হোসেন উপস্থিত ছিলেন।
এ সময় অনুষ্ঠান উদযাপনের লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়। কমিটিতে আহবায়ক হিসেবে শফিকুল ইসলাম সাদ্দাম এবং সেলিম নিজামীকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সংগঠনের সাথে কাজ করতে ইচ্ছুকদেরকে আহবায়ক ০১৯১৪৪৭৯০২০ সদস্য সচিবের ০১৯২৯১১৪৮১৭ সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন রাসেল মজুমদার, খালেদ মাসুদ, মুন্সী মো: আল ইমরান,মো: শরীফুল হক, আকাশ সিকদার, রিদোয়ানুল হক, রফিকুল ইসলাম রনি, খাদিজা আকতার আনিকা , এমএ সাইদ।

নেতৃবৃন্দ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঘোষিত ১৪ দফা দাবি বাস্তবায়নসহ সাংবাদিক সুরক্ষায় আইন প্রণয়নের দাবিতে সকলকে ঐক্যবদ্ধের আহবান জানানো হয়। (সংবাদ বিজ্ঞপ্তি)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com