আসাদুজ্জামান মাসুদঃ সেই তিন যুগ আগে ১৯৯২ সালে দেখা হয়েছিল এমনই একটা অনুষ্ঠানে,সেটা ছিল পোগোজ স্কুলের ১৯৯২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান। তারপর পরীক্ষা শেষে জীবন সংগ্রামে হারিয়ে গেল অনেককেই।
জীবন সংগ্রামে কে কোথায় থাকে, কর্মময় জীবনে কে কি করছে কিছুই জানা ছিলনা কারো। এমনকি অনেকে অনেকের চেহারা ভুলে গিয়েছিল। মানুষের জীবনে অনেক বন্ধু আসে আবার অনেক বন্ধু চলেও যায় কিন্তু স্কুলজীবনের বন্ধুরাই সেরা বন্ধু হয়ে থাকে সারা জিবন।
স্কুল জীবনের স্মৃতি গুলো মানুষ বুড়ো বয়সেও তার সন্তানদের শুনিয়ে যায় গল্পের মতো।
গতকাল ২৭/৮/২২ তারিখে সেই বন্ধুদের সাথেই দীর্ঘ ৩০ বছর পর আবার দেখা হল,একত্রিত হলো বাংলাদেশের প্রথম বেসরকারি স্কুল পোগোজ স্কুল থেকে ১৯৯২ সালের এসএসসি পরীক্ষা দেওয়া ৪০ জন পোগোজিয়ান বন্ধু।
অবশ্য ৭ বছর আগে পোগোজ স্কুল এর দেরশো বছর পূর্তি উপলক্ষে একত্রিত হয়েছিল পুরো স্কুলের ছাত্ররা,সেটা ছিল পুরো স্কুলের অনুষ্ঠান।
সেবার হয়তো এসএসসি ৯২ ব্যাচের সবাই আসতে পারেনি এবারও সবাই আসতে পারেনি তবে এবার একটি বিষয় লক্ষণীয়,এবারের মিলন মেলাটা ছিল শুধু এসএসসি ৯২ ব্যাচের।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে গতকাল ২৭/৮/২২ তাং হলো জীবন সংগ্রামে হারিয়া যাওয়া সেই বন্ধুদের মিলন মেলা, ধানমন্ডির একটি রেস্টুরেন্টে গেট টুগেদার পার্টির মাধ্যমে এক বন্ধু অপর বন্ধুকে জড়িয়ে ধরল, বিনিময় করা হল হারানো ভালোবাসা, যোগাযোগ রাখার জন্য ফোন নাম্বার, ঠিকানা ইত্যাদি। কথোপকথনে সবাই হারিয়ে যায় স্কুল জীবনের দিনগুলোতেই।
মনে গেঁথে থাকার মতো যার যার স্মৃতিগুলো স্মৃতিচারণ করতে থাকে সবাই, স্যারদের কাছে পিটুনি খাওয়া স্যারদের ভালোবাসা পাওয়া এবং বন্ধুদের সাথে আড্ডা এবং দুষ্টুমির কথাই সবাই বলে, মনে হচ্ছিল বহুবছর ধরে মনের গহিনে লুকিয়ে রাখা ভালোবাসার, ভালোলাগার কথাই সবাই বলেছে।
যারা আসতে পারেনি তাদের কথাও সবাই স্মরণ করলো, স্মরণ করলো এসএসসি ৯২ ব্যাচের যে সকল বন্ধুরা আমাদের ছেরে পৃথিবীর মায়া ত্যাগ করে ওপারে চলে গেছেন তাদের কথা।
আবার সবার সাথে কথায় কথায় জানা গেল পেশাগত জীবনে -কেউ করছে ডাক্তারি,কেউ করছে সাংবাদিকতা,আবার কেউ করছে ব্যবসা-বাণিজ্য,আবার কেউ কেউ হয়েছে প্রবাসী।
স্মৃতিচারণ আর আনন্দ করতে করতে কখন যে সময় পেরিয়ে গেল কেউ বুঝতে পারেনি অবশেষে এলো রাতের খাবারের পালা,
RED CLIFF রেস্টুরেন্টটি ছিল ধানমন্ডির সেরা রেষ্টুরেন্ট গুলোর একটি, রাতের খাবার ছিল ৭০ পদের বুফে খাবার। রাতের খাবারের পর অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসএসসি ৯২ ব্যাচ এর অনুষ্ঠানের কেক কাঁটা হলো, কেক কেঁটে একে অপরকে খাওয়ানোর পর শুরু হলো বাড়ী ফেরার পালা,বাড়ি ফেরার পথে সবাই সবার জন্য দোয়া করলো সবাই যেন ভালো থাকে এবং সবার সাথে যেন আবার দেখা হয় সেই আশা ব্যক্ত করলে সবাই।
Leave a Reply