ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালিতে একটি মাঝারি আকারের ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির মাত্রা ছিলো ৫ দশমিক ৬।
সোমবার (২২ আগস্ট) ইন্দোনেশিয়ার বিকেল সাড়ে ৪টার দিকে হয় এই ভূমিকম্প। তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূ-পদার্থবিদ্যা এজেন্সি (বিএমকেজি) জানিয়েছে, ভূমিকম্পটি মাত্রার ছিল ৫.৬ এবং এটি প্রায় এক মিনিট স্থায়ী হয়েছিল।
তবে এ বিষয়ে স্থানীয় এবং জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার কর্মকর্তারা মন্তব্যের জন্য অনুরোধে সাড়া দেননি।
গণমাধ্যম সূত্রে জানা যায়, সোমবারের ভূমিকম্পে বালিতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এছাড়া বিকেএমজি জানিয়েছে, এই ভূমিকম্পে সুনামির সম্ভাবনাও নেই।
প্রসঙ্গত, এই বছরেও একাধিকবার ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়ার। প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অবস্থানে ইন্দোনেশিয়া থাকায় সেখানে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির সক্রিয়তা দেখা যায়। এখানে টেকটোনিক প্লেটগুলোর সংঘর্ষ ঘটে।
সূত্র: রয়টার্স
Leave a Reply