মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাত কলেজের স্নাতক চতুর্থ বর্ষের পরীক্ষা স্থগিত সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন নাটকে অভিনয় করছেন ডা. সাবরিনা কবি নজরুল শহিদ সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা ইসরাইলি হামলার সমুচিত জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ইরান : আলী লারিজানি সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের পাবনায় নেতাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত ডেমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন প্রকল্পের আওতায় স্পট লোন পেলেন সিলেটের সিএমএসএমই উদ্যোক্তারা

পোগোজ স্কুল এর ইতিহাস।

  • আপডেট সময় শনিবার, ২০ আগস্ট, ২০২২, ১২.২৭ পিএম
  • ৪৩৯ বার পড়া হয়েছে

দেওয়ান মাসুদুর রহমানঃ পুরান_ঢাকার‌ বিখ্যাত ১৭৪ বছর পুরনো ও বাংলাদেশের প্রথম বেসরকারি স্কুল “পোগোজ স্কুল”

পোগোজ স্কুল ১৮৪৮ সালে আর্মেনীয় জমিদার ও ব্যবসায়ী এন পি পোগোজের (নিকি পোগোজ/নিকোলাস পোগোজ) নিজ উদ্যোগে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম বেসরকারি স্কুল ।

সমাজসেবী নিকি পোগোজ নিজের আর্মানিটোলার বাড়িতে স্কুলটি প্রথম শুরু করেন । আর্মেনীয় গির্জার পাশে সুধাময় হাউজ বা শাবিস্তান সিনেমা হলের পাশে ছিল বাড়িটি ।

ঢাকাবাসীদের কাছে স্কুলটি পরিচিত ছিল ‘অ্যাংলো ভার্নাকুলার স্কুল’ নামে । কিছুকাল স্কুলটিকে স্থানান্তরিত করা হয়েছিল আরেক আর্মেনীয় জে সি প্যানিওটির বাড়িতে যার জন্য নিকি পোগোজ তাকে মাসে ১১ টাকা ভাড়া দিতেন।

১৮৫৬ সালে স্কুলটিকে পুনরায় তাঁর বাগান শোভিত, ক্রিকেট মাঠ সংবলিত ভবনে স্থানান্তর করেন । প্রধান শিক্ষকের দায়িত্ব পালনের পাশাপাশি নিকি পোগোজ স্কুলটিকে মাসিক ৭৫ টাকা চাঁদা দিতেন এবং ইংরেজ সরকারের কাছ থেকে মাসিক ৬০ টাকা অনুদানের ব্যবস্থা করেন।

১৮৭০ সালে নিকি পোগোজের মৃত্যুর পর ১৮৭১ সালে ক্রয়সূত্রে স্কুলের দায়িত্ব নেন জমিদার ও ব্যাংকার মোহিনী মোহন দাস ।

স্কুলের নতুন ঠিকানা হয় শাঁখারি বাজারের নিকটবর্তী ৬ চিত্তরঞ্জন এভিন্যু । মোহিনী মোহন স্কুলটির নাম অপরিবর্তিত রেখে আমৃত্যু সাহায্য-সহযোগিতা অব্যাহত রাখেন ।

বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পোগোজ স্কুলের সাথে একিভুত হয়েছে এবং পোগোজ স্কুলের নাম পরিবর্তন করে পোগোজ ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ রাখা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পোগোজ ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ব্যাবস্থাপনা পরিষদের প্রধান হিসেবে নিয়োজিত আছেন ।

নিকি পোগোজ ছাড়াও এই স্কুলের অন্যান্য বিখ্যাত প্রধান শিক্ষকের মধ্যে রয়েছেন দীননাথ সেন, গোপীমোহন বসাক, বাবু বৃন্দাবন দাস, এবং বাবু প্রসন্ন কুমার সেন । গোপীমোহন বসাকের ঐকান্তিক প্রচেষ্টায় স্কুলটি শহরের একটি বিশেষ স্কুলে পরিণত হয়েছিল ।

বাংলার বৃহত্তর স্কুল হিসেবে এর খ্যাতি ছিল । কলকাতার ন্যশনাল থিয়েটারের পরিবেশনায় দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটির প্রথম মঞ্চায়ন হয়েছিল এই স্কুলেই ।

এই স্কুলমাঠেই ভাষণ দেন স্বামী বিবেকানন্দ এবং রমাবাঈ; কবি মাইকেল মধুসুদন দত্ত এখানে ‘ঢাকা’কে নিয়ে তাঁর লেখা কবিতাটি পাঠ করেছিলেন ।

এ স্কুলের ছাত্র ছিলেন চলচ্চিত্র অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র ঘোষ, আতাউর রহমান খান (পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী, বাংলাদেশ), কবি কাজেম আল কোরায়শী (ছদ্মনাম ‘কায়কোবাদ’),

নিশিকান্ত চ্যাটার্জী (প্রথম বাঙ্গালী ডক্টরেট ডিগ্রী ধারি), অগোরনাথ চ্যাটার্জী (প্রথম ভারতীয় ডাক্তার অফ সায়েন্স), ডক্টর পি. কে. রায় (ঢাকা কলেজের প্রথম অধ্যক্ষ), ভাই গিরিশ চন্দ্র সেন,

কবি শামসুর রাহমান, কালীপ্রসন্ন ঘোষ, জহিরুল হক (করাচীর ব্যাঙ্কিং কন্ট্রোলের পরিচালক ) এবং বাবু মাথুরামোহন চক্রবর্তী (শক্তি ঔষধালয়ের প্রতিষ্ঠাতা )। (তথ্য সংগৃহীত)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com