টাকার অবমূল্যায়ন ঠেকানো যাচ্ছে না। যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে আরও কমেছে দেশি মুদ্রার মান। সোমবার (৮ আগস্ট) মার্কিন মুদ্রার বিপরীতে টাকার দাম কমেছে ৩০ পয়সা।
এদিন আন্তঃবাংক মুদ্রাবাজারে প্রতি ডলার বিক্রি হয়েছে ৯৫ টাকায়। গতকাল রোববার (৭ আগস্ট) ব্যাংকগুলোর কাছে ৯৪ টাকা ৭০ পয়সায় তা বিক্রি করে বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ ১ দিনের ব্যবধানেই ডলারের বিপরীতে আরও ৩০ পয়সা দর হারালো টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম জানিয়েছেন, এখন ৯৫ টাকা দরে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করছি আমরা। নিয়ম অনুযায়ী, এটিই বর্তমানে আনুষ্ঠানিক দাম।
সঙ্কট কাটাতে ব্যাংকগুলোকে রিজার্ভ থেকে ডলার সরবরাহ করছে বাংলাদেশ ব্যাংক।তবু কাজের কাজ হচ্ছে না। তিনি বলেন, এদনি ব্যাংকগুলোকে ১৩৯ মিলিয়ন বা প্রায় ১৪ কোটি ডলার সরবরাহ করেছি আমরা।
এদিকে খোলাবাজারে ডলার বিক্রি হচ্ছে ১১৪ থেকে ১১৫ টাকায়। এ যাবতকালের মধ্যে যা সর্বোচ্চ।
মূলত ব্যাংকগুলোর হাতে ডলারের দাম ছেড়ে দেয়ায় বেড়েই চলেছে ডলারের দাম। বিপরীতে মূল্য হারাচ্ছে স্থানীয় মুদ্রা টাকা। অবৈধভাবে বৈদেশিক মুদ্রা বেচাকেনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী অভিযানেও সমস্যার সমাধান মিটছে না।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশ্বব্যাপী পণ্যদ্রব্যের দাম বেড়ে গেছে। ফলে বৃদ্ধি পেয়েছে আমদানি ও পরিবহন ব্যয়। এতে দেশে ডলারের সঙ্কট সৃষ্টি হয়েছে।
Leave a Reply