মারাত্মক করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী শেয়ার বাজারে ও তেলের দাম সোমবার দারুনভাবে পড়ে যায়। ওদিকে সংক্রামক ওই রোগের কারণে চীন তার বার্ষিক আইনসভা অধিবেশন স্থগিত করতে বাধ্য হয়েছে।
যুক্তরাষ্ট্রে মূল শেয়ার সূচক সকালে প্রায় ২ দশমিক ৫ শতাংশ হ্রাস পায়।। ওদিকে ইউরোপীয় শেয়ার বাজারগুলিতে এবং এশিয়ার শীর্ষ এক্সচেঞ্জগুলিতে শেয়ার দর পড়ে যায়।
বিশ্বব্যাপী তেল বেঞ্চমার্ক, ব্রেন্ট ক্রুড, চার শতাংশ কমে যায় এবং ব্যারেল প্রতি দাম দাড়ায় ৫৫ ডলার ৬০ সেন্ট। গত পাঁচ মাসের মধ্যে এটা ছিল সবচেয়ে বড় ধ্বস। ইতোমধ্যে সোনার দাম ২.৪% বেড়ে দাড়ায় আউন্স প্রতি ১ হাজার ৬শো উন নব্বই ডলার।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সংক্রামক ওই ব্যাধিকে “সংকট” বে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন তা দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্থ করবে।
ওদিকে, বেইজিং বলেছে যে জাতীয় পিপলস কংগ্রেসের ৫ ই মার্চ অধিবেশনহওয়ার যে কথা ছিল তা হবে না। চীন বলেছে যে নতুন আইনসভার তারিখের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
Leave a Reply