শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের নেছারাবাদে একশ পিস ইয়াবা সহ নারী পুরুষ গ্রেফতার পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নাজিরপুরে ছাত্রদলের উদ্যোগে আইনজীবী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ  পিরোজপুরের মঠবাড়িয়ায় ৬ কিলোমিটার সড়কে তাল বীজ রোপন চাঁদপুরের ফরিদগঞ্জে ছেলের কাঠের আঘাতে মায়ের মৃত্যু চিন্ময়-ইসকন ইস্যু নিয়ে নতুন করে কথা বললো ভারত পঞ্চগড় জেলায় ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : আসিফ মাহমুদ প্রবাসী শ্রমিকদের ভোগান্তি নিরসনে কাজ করছি : ড. আসিফ নজরুল

লক্ষ্মীপুরে ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে ভোটার শুন্য ভোট কেন্দ্র, বহিরাগতদের উপস্থিতি।

  • আপডেট সময় বুধবার, ২৭ জুলাই, ২০২২, ৮.২৯ পিএম
  • ২১৪ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ ভোটারবিহীন উপ-নির্বাচন চলছে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার ১৩ নং দিঘলি ইউনিয়ন পরিষদ নির্বাচনে। নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন শপথের পূর্বে হার্টএ্যাটাক করে মারা যাওয়ায় শুধুমাত্র চেয়ারম্যান পদের নির্বাচন পুনরায় চলছে। এতে মোঃ সালাউদ্দিন চৌধুরী জাবেদ (প্রতীক নৌকা), মো আলতাফ হোসেন (প্রতীক ঘোড়া), নিয়ে উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সকাল ৯ টার দিকে দিঘলি উচ্চ বিদ্যালয় গিয়ে কয়েকজন নারী ভোটারের দেখা গেলেও পুরুষ ভোটার চোখে পড়েনি। সাড়ে নটার দিকে দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গেলে সেখানেও কিছু সংখ্যক নারী ভোটারের দেখা মেলে। তবে দুর্গাপুর কেন্দ্রে নারী ভোটারদের হাতে নৌকা প্রার্থীর এক কর্মী ১০০ টাকার কয়েকটি নোট গুঁজে দিতে দেখা যায়।
দশটার দিকে খাগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গেলে দেখা যায় র‍্যাপিড একশন ব্যাটালিয়ান (র‍্যাব) একজনকে আটক করে। সাড়ে দশটার দিকে পশ্চিম খাগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২-১৩ জন নারী ভোটার লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ভেতরে ভোট গ্রহণ স্থগিত থাকতে দেখা গেছে। সানকি ভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজাপুর মুসলিম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২ টি কেন্দ্র, পূর্ব জামিরতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে ভোটারদের উপস্থিতি চোখে পড়েনি। আনসার, পুলিশ, র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও সাংবাদিক ছাড়া ভোটারদের উপস্থিতি নেই বললেই চলে।

 

১৩ নং দিঘলি ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে কোনো কেন্দ্রেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলতাফ হোসেনের এজেন্ট দেখা যায়নি। অভিযোগ রয়েছে বিভিন্ন ধরনের ভয়-ভীতি দেখিয়ে নৌকা প্রতীকের সালাউদ্দিন চৌধুরী জাবেদ এর কর্মীরা গোড়া প্রতিকের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়। বহিরাগতদের দিয়ে কেন্দ্র দখল করে রাখা এবং ভয় ভিতি হুমকি ধমকি দিয়ে ভিন্ন মতাবলম্বীদের কেন্দ্রে প্রবেশে বাধা প্রধান করার অভিযোগ রয়েছে।

ঘোড়া প্রতীকের প্রার্থী মোঃ আলতাফ হোসেন অভিযোগ করে বলেন- আমি ৬নং দুর্গাপুর ও ৮ নং খাগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে গেলে নৌকা প্রার্থী মোঃ সালাউদ্দিন চৌধুরী জাবেদ, প্রার্থীর ভাই জসিম উদ্দিন, মিঠু, মুন্না, বাবলু ও সবুজ মিলে মারধোর করে। প্রাথমিক চিকিৎসা শেষে চন্দ্রগঞ্জ থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানালেন আলতাফ।

এ বিষয়ে মোঃ সালাউদ্দিন চৌধুরী জাবেদ কোনো মন্তব্য না করলেও তার সঙ্গীয় অনন্য ইমন নামের একজন সাংবাদিকদের উদ্দেশ্যে হুমকি স্বরুপ অশ্লীল ভাষা উচ্চারণ করে বলেন-‘বাল ফালাই দিয়েন।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com