শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:৫৩ অপরাহ্ন

প্রতিষ্ঠা বার্ষিকীতে মেয়র ইকরামুল হক টিটু বলেন,অবাধ তথ্য প্রবাহের পত্রিকা হচ্ছে যায়য়ায়দিন।

  • আপডেট সময় সোমবার, ৬ জুন, ২০২২, ১১.৪০ পিএম
  • ১৫৬ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাসঃ ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো.ইকরামুল হক টিটু বলেছেন, অবাধ তথ্য প্রবাহের পত্রিকা হচ্ছে দৈনিক যায়যায় দিন। শুরু থেকেই পত্রিকাটি পাঠকদের মণিকোঠায় ঠাঁই করে নিয়েছে। একসময় এটি ম্যাগাজিন আকারে প্রকাশ হতো। তখন থেকেই যায়যায় দিন পাঠক প্রিয়তা পায়। গতকাল সোমবার বিকালে দৈনিক যায়যায় দিন পত্রিকার ১৭তম বর্ষপুর্তি উদযাপন উপলক্ষে ময়মনসিংহ প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আরো বলেন, বর্তমানে দেশের যে কয়টি প্রথম সারির পত্রিকা রয়েছে এর মধ্যে অন্যতম যায়যায় দিন পত্রিকা।

মেয়ের হিসেবে পত্রিকাটির উত্তর উত্তর সাফল্য কামনা করছি। কর্তৃপক্ষ ময়মনসিংহ প্রতিনিধির পদমর্যাদা বৃদ্ধির উদ্যোগ নেওয়ায় তাদেরকেও ধন্যবাদ জানান মেয়র। অনুষ্ঠানে ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকনের সভাপতিত্ব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ন-মহাসচিব অমিত রায়ের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন দৈনিক যায়যায় দিনের ময়মনসিংহ প্রতিনিধি আবু সাহেল মো.মুসা।

এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ইউসুফ খান পাঠান, স্থানীয় সরকার উপ-পরিচালক জাহাঙ্গীর আলম, দৈনিক যায়যায় দিনের ব্যবস্থাপক সম্পাদক নুরুল হক, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক আবু ওয়াহাব আকন্দ, মহানগর জাসদের সভাপতি সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন, মহানগর যুবলীগের আহবায়ক শাহীনুর রহমান, মহানগর ছাত্রলীগের আহবায়ক নওশেল আহমেদ অনি, মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি অনুপম সাহা, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তুফা, সাংবাদিক নেতা সাইফুল ইসলামসহ অন্যরা। অনুষ্ঠান শুরুর পুর্বে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানান প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com