মোঃ হারুন উর রশিদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহ বিভাগের পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের বীমা দাবী ও চেক হস্তান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর এড. তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে চেক হস্তান্তর করা হয়। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন এর কার্যনির্বাহী সদস্য এবং পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রিয় সংগঠন পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিঃ। দেশের হাজার হাজার লোকের কর্মসংস্থানের
পাশাপাশি এ যাবৎ ৩৮ লক্ষাধিক গ্ৰাহকের বীমা দাবির বিপরীতে ৫ হাজার ২’শ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামাল হোসেন মহসিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, ময়মনসিংহ বিভাগীয় প্রধান শাকিল মাহমুদ,ব্রাঞ্চ কন্ট্রোলার উর্ধতন উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন, ইসলামী
ডিপিএস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান সিকদার, আল বারাকাহ ইসলামী একক বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সুলতান মাহমুদ ছাড়াও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উর্ধ্বর্তন প্রকল্প পরিচালক ও প্রকল্প পরিচালকবৃন্দ প্রমূখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ৬’শ ৭৫ জন গ্রাহকের বীমা দাবির বিপরীতে সাড়ে ৫ কোটি টাকার চেক হস্তান্তর করা হয়।
Leave a Reply