যুক্তরাষ্ট্র, ইরাকী কর্মকর্তাদের কাছে প্যাট্রিওট মিসাইল ডিফেন্স ব্যাটারী অর্থাৎ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইরাকে স্থাপনের যে অনুমতি চেয়েছে সে সম্পর্কে তারা এখনও কোন সিদ্ধান্তের কথা জানায়নি। ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের সেনাদের উপরে ইরানী ক্ষেপণাস্ত্রের যে হুমকী রয়েছে তা থেকে আরও ভাল সুরক্ষা দেওয়ার প্রচেষ্টা হিসেবে এই প্রস্তাব করা হয়।
বৃহস্পতিবার পেন্টাগনে এক অবহিত-করণ রিপোর্টে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার বলেছেন, এ বিষয়ে আমাদের ইরাকের অনুমতির প্রয়োজন। এসপার আরও বলেন, প্যাট্রিওট মিসাইল ডিফেন্স ব্যাটারী কোথায় স্থাপন করা হবে সে নিয়েও আমাদের কাজ করতে হবে।
এই ধরণের জটিলতা সত্ত্বেও জানুয়ারী মাসের প্রথম দিকে ইরাকে আল আসাদ বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর যুক্তরাষ্ট্রের অন্তত ৬৪ জন সেনা মারাত্মক ভাবে মস্তিষ্কের আঘাতে ভুগছে আর সেকারণেই এসপার এবং পেন্টাগনের কর্মকর্তারা বদ্ধ পরিকর যে সেখানে প্যাট্রিওট মিসাইল ডিফেন্স ব্যাটারী সিস্টেম প্রয়োজন। এর আগে অবশ্য ৫০জন সেনার কথা উল্লেখ করা হয়েছিল।
Leave a Reply