শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন আটক কুকি-চিনের ৫৩ জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সয়াবিনের খোলা তেলের দাম কমলেও বেড়েছে বোতলজাত তেলের দাম দেশে স্বর্ণের দাম বাড়লো ২৫ এপ্রিল থেকে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা এপ্রিল জুড়েই তাপমাত্রার আধিক্য থাকবে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বিএনপির নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল কাদের এমপি খাদ্য নিরাপত্তার পাশাপাশি আমিষ উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন জমে উঠেছে মিজানুর রহমান মিলু ভাঙ্গা খাঁ ইউনিয়নবাসীর সেবক হতে চান পাপমোচনের আশায় ব্রহ্মপুত্র নদে স্নানোৎসব পালিত

ময়মনসিংহে শ্রীশ্রী রঘুনাথ জিউ আখড়ায় ৫৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন চলমান।

  • আপডেট সময় শনিবার, ৭ মে, ২০২২, ২.৫৭ পিএম
  • ১৩৮ বার পড়া হয়েছে

 

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ  ময়মনসিংহ নগরীর জুবুলীঘাটে শ্রী শ্রী রঘুনাথ জিউর আখড়ায় ধর্ম্মোৎসব কমিটি আয়োজিত ৫৬ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্ত্তণ শুরু হয়েছে। গত ১৭ বৈশাখ রবিবার হতে শুরু হওয়া ৫৬ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন চলবে ২৩ বৈশাখ শনিবার পর্যন্ত। ২৪ বৈশাখ (৮ মে) রবিবার শ্রী শ্রী অষ্টকালীন লীলা কীর্ত্তন। ২৫ বৈশাখ (৯মে) সোমবার নামসংকীত্তন সহকারে নগর পরিক্রমা, ভোগরাগ, মহন্ত বিদায়, মহাপ্রসাদ বিতরণ। কুঞ্জ সেবায় শ্রী হরিদাস গোস্বামী, ইসলামপুর। অধিবাস কীর্ত্তন ও সন্ধা আরতী পরিবেশনায় শ্রী প্রবোধ কৃষ্ণ দাস ও তার সহযোগীবৃন্দ। মহানাম সুধা পরিবেশনায় আছেন শ্রী শ্রী মোহন লাল সেবা সংঘ (বি-বাড়ীয়া, শ্রী শ্রী জগদ্বন্ধু সম্প্রদায় (আটপাড়া, নেত্রকোণা), শ্রীশ্রী আদি গৌরহরি সম্প্রদায় (শেরপুর), শ্রীশ্রী গৌর নিত্যানন্দ সম্প্রদায় (পঞ্চগড়), শ্রীশ্রী নিতাই গৌর সম্প্রদায় (মৌলভী বাজার) ও শ্রীশ্রী গৌবিন্দ মন্দির সম্প্রদায় নীলফামারী। অষ্টকালীন লীলা কীর্ত্তন পরিবেশনায় থাকবেন শ্রীমতি পূজা রায় (বগুড়া), শ্রী পলাশ সরকার (ফরিদপুর) ও শ্রীমতি নন্দিনী হালদার (কৃষ্ণা) নওগাঁ। সহযোগিতায় শ্রীশ্রী রঘুনাথ জিউর আখড়া মন্দির কার্যকরী কমিটি। কীর্ত্তন পরিচালনা কমিটি সভাপতি শ্রী রাখাল পাল, কার্যকরী সভাপতি শ্রী গোপেশ সাহা, সাধারণ সম্পাদক শ্রী অঞ্জন কর্মকার সহ অন্যান্য সদস্য বৃন্দ। সার্বিক তত্ত্বাবধানে প্রধান উপদেষ্টা শ্রী চন্দন পাল, শ্রীশ্রী রঘুনাথ জিউর আখড়া মন্দির কার্যকরী কমিটির সভাপতি এডভোকেট শ্রী পীযূষকান্তি সরকার, সাধারণ সম্পাদক শ্রী প্রদীপ ভৌমিক সহ অন্যান্য সদস্য বৃন্দ। সার্বিক সহযোগিতায় ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতর সাঃ সম্পাদক শ্রী সোমনাথ সাহা, শ্রী বিকাশ সরকার ও শ্রী অসীম পাল। কীর্ত্তন পরিচালনা কমিটি আয়োজিত নাম সংকীর্ত্তন মহাযজ্ঞের অনুষ্ঠানসূচী অনুযায়ী সকল পর্বে উপস্থিত হয়ে ভগবৎকৃপার তীর্থজলে অবগাহন পূর্বক ও মহানাম সুধা সার্থক করে তুলার জন্য সুধি ভক্তবৃন্দদের সমাদরে আমন্ত্রণ জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com