তেল-গ্যাস অনুসন্ধান, উত্তোলন এবং জ্বালানি খাতের কৌশলগত ও কারিগরী ক্ষেত্রে রাশিয়া কাজ করবে বলে বাংলাদেশ ও রাশিয়া চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে মঙ্গলবার রাতে ঢাকায় বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পেট্রোবাংলা ও বাপেক্সের সাথে রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা গ্যাজপ্রম- এর মধ্যে দুটি কৌশলগত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। খুব শিগগিরই চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করার সম্ভাবনার কথা জানিয়েছেন কর্মকর্তারা।
সমঝোতা স্মারক অনুযায়ী বাংলাদেশের দক্ষিণ, দক্ষিণ-পূর্ব এবং পার্বত্য চট্টগ্রামের পাহাড়ী এলাকার জলে-স্থলে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কাজ করবে রাশিয়ার রাষ্ট্রীয় কোম্পানী গ্যাজপ্রম। বাংলাদেশের জ্বালানি খাতের উন্নয়নে কৌশলগত ও কারিগরী ক্ষেত্রেও সহায়তা দেবে রাশিয়ার ঐ কোম্পানী। এ থেকে বাংলাদেশ উপকৃত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী জ্বালানি সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক এলাহী চৌধুরী।
বর্তমানে রাশিয়ার ঋণে বাংলাদেশের রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ কাজ চলছে।
Leave a Reply