বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পেয়েছে প্রায় দুই যুগ হতে চলল। এই দীর্ঘ সময়ে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলেছে মাত্র দুটি। আইসিসির এফটিপি অনুযায়ী অস্ট্রেলিয়ায় ভবিষ্যতে খেলতে পারে টেস্ট সিরিজ। বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন এই তথ্য।
বিসিবি জানিয়েছে, সম্ভবত ২০২৭ সালে দুটি টেস্টের জন্য অস্ট্রেলিয়া সফর করতে পারে বাংলাদেশ। এ ব্যাপারে জালাল ইউনুস বলেন, ‘২০২৭ সালে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য অস্ট্রেলিয়া সফর করতে পারি আমরা। ২০০৮ সালের পর এটিই হবে বাংলাদেশের প্রথম দ্বিপাক্ষিক সফর। ২০০৩ সালের পর অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট। আমরা ইংল্যান্ড সফর করতে পারি কি না তাও দেখার চেষ্টা করছি। যদিও এখনও কিছু চূড়ান্ত হয়নি।’
এদিকে ২০২৩ থেকে ২০২৭ সালের মধ্যে নতুন এফটিপি অনুযায়ী বাংলাদেশ ৭৬টি ওয়ানডে এবং ৭০ টি টি-টোয়েন্টি, ৭২ টি টেস্ট খেলবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ ২০০৩ সালে অস্ট্রেলিয়ায় দুটি টেস্ট খেলার সুযোগ পেয়েছিল। এরপর আর কখনও টেস্ট খেলতে বাংলাদেশকে আমন্ত্রণ জানায়নি তারা। ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সর্বশেষ সফর করতে পেরেছিল ২০০৮ সালে। সেবার ডারউইনে ছিল তিন ম্যাচের সিরিজ।
Leave a Reply