দিলীপ কুমার দাস, নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের গৌরীপুরে ববিবার (১০ এপ্রিল /২০২২) ৮ নং ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া বাজার সংলগ্ন বঙ্গবন্ধু মোড়াল প্রাঙ্গণে ডৌহাখলা, ভাংনামারী ও রামগোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এবং জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড সামিল আলম লিটনের সার্বিক ব্যবস্থাপনায় ইসলাম ধর্মের পবিএ সিয়াম সাধনার মাস উপলক্ষে ঈফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ডৌহাখলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজীম উদ্দিনের সভাপতিত্ব এবং উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন এমপি নাজিম উদ্দিন আহমেদ।বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, শওকত জাহান মুকুল, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড .সামিউল আলম লিটন, গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ রুহুল আমিন ,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ম নুরুল ইসলাম, রামগোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম মাষ্টার, ভাংনামারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সার্জেন্ট ( অব) নুরুল ইসলাম এবং ডৌহাখলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজিম উদ্দিন সমাপনী বক্তব্যে রাখেন। এসয় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামীলীগ ও অংগসংঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, কৃষিবিদ ড সামিল আলম লিটনের বর্ণাঢ্য ঈফতার মাহফিল অনুষ্ঠানে আসা সকলেই সন্তোষ্টি প্রকাশ করেন।
Leave a Reply