দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ
রমজানের শেষ প্রস্তুতিতে ময়মনসিংহে বেড়েছে খেজুর, মাছ, সবজি ও মুরগির দাম। তবে দাম বাড়েনি ডাল ও মুড়ির।
ক্রেতারা বলছেন, রোজার প্রস্তুতিতে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে সাধারণ মানুষকে জিম্মি করে দাম বেশি রাখছে। ব্যবসায়ীরা দাম বেশি রাখলেও প্রশাসনের তেমন তদারকি চোখে পড়েনি।
তবে বিক্রেতারা বলছেন, রোজার আগে সব প্রকার পণ্যের চাহিদা বাড়লেও আমদানি কম। তাই সব ধরনের পণ্যের দাম কিছুটা বেড়েছে।
শনিবার (২ এপ্রিল) মহানগরীর মেছুয়া বাজারে গিয়ে দেখা যায়, বাজারে ক্রেতা অনেক বেশি। সে তুলনায় সবজির আমদানি কম। তাই, সবপ্রকার সবজির দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। প্রতি কেজি বেগুন ৮০ টাকা, শসা ৭০ টাকা, টমেটো ৪০ টাকা, পটল ৬০ টাকা, করলা ৬০ টাকা, লেবু ৪০ টাকা, ঢেঁড়স ৭০ টাকা, বরবটি ৬০ টাকা, সজনে ১০০ টাকা, কাঁচামরিচ ৬০ টাকা, মিষ্টি কুমড়া ২০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, গাজর ৫০ টাকা, সিম ৫০ টাকা, ডাটা ২৫ টাকা, পেঁপে ৩০ টাকা, সিমের বিচি ৬০ টাকা, বাধা কপি ৫০ টাকা, বড় কচু ৪০ টাকা, ফুলকপি ৫০ টাকা বিক্রি হচ্ছে।
একই বাজারের মাছ বিক্রেতা মো. শামিম মিয়া বলেন, চাহিদা বেশি তাই সবপ্রকার মাছের দাম কেজিতে ২০ থেকে ২৫ টাকা করে বেড়েছে। মলা মাছ ৩০০ টাকা, পাবদা ৩২০ টাকা, কাতল মাছ ২৬০ টাকা, রুই মাছ ২৮০ টাকা, মাগুর মাছ ৪০০ টাকা, শিং মাছ ৫০০ টাকা, পাঙ্গাশ মাছ ১৫০ টাকা, সিলভার মাছ ২০০ টাকা, বাউশ মাছ ৩৫০ টাকা, কার্পু মাছ ২৮০ টাকা, চিতল ৬৫০ টাকা, বোয়াল মাছ ৬০০ টাকা, মৃগেল ১৮০ টাকা, চিংড়ি ৬০০ টাকা, গলদা ৮০০ টাকা, তেলাপিয়া ২২০ টাকা, রাজপুঁটি ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজার করতে আসা রিয়াদ আহমেদ বলেন, অন্য দিনের চাইতে সবজি, মাছ, মাংস সবকিছুর দাম বেশি। লেবু কিনেছি ৫০ টাকা হালি আর গরুর মাংস কিনেছি ৭০০ টাকা কেজি।
খেজুর বিক্রেতা রঞ্জিত বসাক বলেন, আগামীকাল থেকে রোজা। তাই চাহিদা বেশি, সব প্রকার খেজুর কেজিতে ১০-১৫ টাকা করে বেড়েছে।
ব্যবসায়ী সুরুজ আলী বলেন, বাজারে সবকিছুর দাম বাড়লেও পেয়াজ রসুনের দাম স্থিতিশীল আছে। ভারতীয় পেঁয়াজ ২৫ টাকা, দেশি পেঁয়াজ ৩০ টাকা, আদা ৭০ টাকা, রসুন ৭০ টাকা, আলু ১৫ থেকে ২০ টাকা, দেশি মুরগির ৬০ টাকা বিক্রি হচ্ছে।
জঙ্গলবাড়ি স্টোরের বিক্রেতা বুলবুল বলেন, ভাঙা মাসকলাইয়ের ডাল ১২০ টাকা, মাসকলাই ৮০ টাকা, বড় দানার মসুর ৯৫ টাকা, দেশি মসুর ডাল ১২৫ টাকা, মুগডাল ১৩০ টাকা, ছোলা বুট ৭০ টাকা, মোটর ৫৫ টাকা, অ্যাংকার ৫৫ টাকা, চিনি ৭৮ টাকা, চিড়া ৫০ টাকা, প্যাকেট আটা ৪০ টাকা, খোলা আটা ৩৫ টাকা, মুড়ি ৮২ টাকা কেজি বিক্রি হচ্ছে।
অটোরিকশা চালক সোহেল মিয়া বলেন, বাজার করতে এসে বিপদে পড়েছি। যে পরিমাণ টাকা এনেছি তাতে সবজি কেনাই হবে না। মাছ মাংস তো বাদই দিলাম। বাজারের এমন অবস্থায় আমরা নিম্ন ও মধ্যবিত্তরা বিপাকে আছি।
মেছুয়া বাজারের মুরগি বিক্রেতা মোহাম্মদ আলী বলেন, সব প্রকার মুরগির দাম বেড়েছে। ব্রয়লার ১০ টাকা বেড়ে ১৬০ টাকা, সোনালি ২০ টাকা বেড়ে ২৯০ টাকা, লেয়ার ২০ টাকা বেড়ে ২৮০ টাকা, দেশি মুরগি ৪৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজার করতে আসা শামিম আহমেদ বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আমাদের মতো মধ্যবিত্তদের সাধ্যের বাইরে। দাম কিছুটা কম হলে আমাদের হলে ভালো হতো।
Leave a Reply