দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের তারাকান্দায় দরিদ্র দুই প্রতিবন্ধীকে চাউল ও আর্থিক সহায়তা করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।
জানা গেছে, তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের বাঁশতলা গ্রামের দরিদ্র প্রতিবন্ধী এনামুল হক মন্ডল পথের দ্বারে মনোহারী দোকান করে ৪ সদস্যের পরিবার নিয়ে কষ্টে দিনাতিপাত করছে।
প্রতিবন্ধী এনামুল হক মন্ডলকে নিয়ে তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজাবে রহমত গতকাল মঙ্গলবার এনামুল হকের খোজখবর নিতে বাঁশতলা গ্রামে যান।
এ সময় ইউএনও মিজাবে রহমত আর্থিক সহায়তা করেন।
তখন উপস্থিত ছিলেন. তারাকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক বিশ্বাস. সাবেক ইউপি সদস্য মেঃ আতাউল্লাহ্ সাংবাদিক তৌকির আহাম্মদ শাহীন নাজমুল হক সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ। অপরদিকে সড়ক দূর্ঘটনা পঙ্গুত্ব বরণ করা দরিদ্র প্রতিবন্ধী ফাতেমা বেগম ৩০ কেজি ওজনের চাউলের বস্তা সহায়তা করেন।
দরিদ্র প্রতিবন্ধী পঙ্গু ফাতেমা সকাল থেকে বিকেল পর্যন্ত ময়মনসিংহ – হালুয়াঘাট সড়কের তারাকান্দা উপজেলার তালদিঘি মডেল মসজিদের সামনে হুইল চেয়ারে বসে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করছে।
Leave a Reply