দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেড় শতাধিক বাইসাইকেল নিয়ে ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
‘স্বাধীনতার চেতনায় বাধাহীন ছুটে চলি’- শ্লোগানকে সামনে রেখে র্যালির আয়োজন করে ঢাকা রাউন্ড টেবিল ও ময়মনসিংহ সিটি সাইক্লিস্ট।
শনিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৮টায় নগরীর সার্কিট হাউস মাঠ থেকে র্যালিটি শুরু হয়ে টাউন হল মোড়, নতুন বাজার, চরপাড়া, পাটগুদাম ব্রিজ মোড়, জিরো পয়েন্ট হয়ে শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কে গিয়ে শেষ হয়।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার হারুন-অর-রশিদ।
বিশেষ অতিথি ছিলেন- টুরিস্ট পুলিশ ময়মনসিংহ রিজিওনের পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান, বীর মুক্তিযোদ্ধা বিমল পাল, ক্লিন আপ বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মতিউর রহমান ফয়সাল, যুব নাগরিক সোসাইটির সভাপতি শুভ্র চক্রবর্তী, দুরন্ত বাইসাইকেলের জোনাল ম্যানেজার রেদোয়ানুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাধীনতার চেতনাকে বুকে ধারন করে ও তা পালনের মাধ্যমে এগিয়ে গেলে দেশের উন্নয়ন সম্ভব হবে। যার যার অবস্থান থেকে স্বাধীনতার অর্জনকে লালন করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।
র্যালিতে দুই ছেলে সন্তানকে নিয়ে অংশগ্রহনকারী শিবলী আক্তার নামে এক নারী সাইক্লিস্ট জানান, স্বাধীনতার এই দিনে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানাতে ও আগামীতে মুক্তিযুদ্ধের চেতনায় নিজেরা যেন বড় হতে পারে এই উদ্দেশ্যে তিনি তার দশ বছর বয়সী বড় ছেলে সিনহা এবং চার বছর বয়সী ছেলে লাবীবকে নিয়ে এই র্যারীতে অংশগ্রহন করেছে।
সাইকেল র্যালির সমন্বয় করেন ঢাকা রাউন্ড টেবিলের চেয়ারম্যান এজাজ মাহমুদ রনি। এতে সার্বিক সহযোগিতায় ছিল দুরন্ত বাইসাইকেল
Leave a Reply