দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের ধোবাউড়ায় স্ত্রীকে হত্যা করে মরদেহ নিয়ে দিনভর ঘরেই অবস্থান করেন স্বামী। সন্ধ্যায় এক শিশু তার বাড়িতে গেলে হত্যার বিষয়টি জানাজানি হয়। পরে রাতেই পাষন্ড স্বামীকে গ্রেফতার করে পুলিশ। উপজেলার বাঘবেড় ইউনিয়নে শোলাকান্দা গ্রামে এই ঘটনা ঘটেছে।
এ ঘটনায় মঙ্গলবার দুপুরে ভিকটিমের পরিবার ধোবাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার শোলাকান্দা গ্রামের আবুল কালাম এবং তার স্ত্রী জয়গুনা আক্তারের (৪৫) সাথে ঝগড়া লেগেই থাকতো। আবুল কালাম মাদক সেবন করতেন।
এ বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে পারিবারিক কলহ লেগেই থাকতো। এরই জের ধরে গত রবিবার দিবাগত ভোররাতে আবুল কালাম তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে দিনভর স্ত্রীর লাশ নিয়ে বাড়িতেই অবস্থান করে আবুল কালাম। সন্ধ্যায় একটি ছোট শিশু তার বাড়িতে গেলে হত্যার বিষয়টি জানাজানি হয়। তাৎক্ষনিক পুলিশ খবর পেয়ে আবুল কালামকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে নিহতের পরিবারের লোকজন জানান, মাদক সেবন নিয়ে ঝগড়া করে রাতে জয়গুনাকে হত্যা করেছে। ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি হত্যাকান্ড, লাশ ময়মনাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
Leave a Reply